চট্টগ্রামের লোহাগাড়ায় জাহেদ (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল ৭টার দিকে উপজেলার কলাউজান রাবারড্যাম স্টেশন সংলগ্ন এলাকায় তার লাশ দেখতে পান স্থানীয়রা। জাহেদ একই এলাকার রুসুলাবাদ পাড়ার কোরবার আলীর ছেলে। এ ঘটনায় সন্দেহভাজন জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে।
জাহেদের পিতা কোরবান আলী সাংবাদিকদের জানান, তার ছেলে পেশায় একজন রাজমিস্ত্রী। সোমবার রাতে অনলাইন জুয়া খেলার জন্য জাহেদকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় তার কয়েকজন বন্ধু। এরপর রাতে আর বাড়িতে ফিরেননি। সকালে খবর আসে ওই এলাকায় তার ছেলের লাশ দেখতে পান স্থানীয়রা।
তিনি আরও জানান, ফোনে থাকা টাকা ও মোবাইলের জন্য তার ছেলেকে খুন করা হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর