
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ৯টি চোরাই গরু উদ্ধার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় উপজেলার ঝাপড়া কারনপাড়া থেকে গরুগুলো উদ্ধার করা হয়।
মঙ্গলবার বিকেলে রায়গঞ্জ থানার ওসি আসাদুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঝাপড়া
কারনপাড়ার হাবিবুর রহমানের ছেলে আবু হোসেন ওরফে হাশেমের বাড়ি থেকে ছোট-বড় ৯টি চোরাই গরু উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৫ লাখ ১০ হাজার টাকা। এ ঘটনায় মামলা হয়েছে। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার হওয়া গরুগুলো থানা হেফাজতে রাখা হয়েছে। আদালতের নির্দেশে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর