নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে "এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই প্রতিপাদ্য নিয়ে শিশুদের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি)সকালে ভোলার আনাস বিন মালেক রা.ইসলামিক কমপ্লেক্সে প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা অংশ হিসাবে শিশুদের নিয়ে চিত্রাঙ্কন,বিতর্ক, রচনাও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন স্কুলের কয়েক শতাধিক শিক্ষার্থী এতে অংশ নেয়। পরে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুহম্মদ হিরুজ্জামান, ভোলা জেলা প্রশাসক আজাদ জাহান।
এসময় উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল, ইসলামিক ফাউন্ডেশন ভোলা জেলার উপ-পরিচালক এম মাকসুদুর রহমান, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মোহাম্মদ জিয়াউল হক, সহকারী কমিশনার বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা মুহাম্মদ নুরে আলম সিদ্দিকী, ভোলার আনাস বিন মালেক রা.ইসলামিক কমপ্লেক্সে পরিচালক আব্দুল কুদ্দুস, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক হেলাল উদ্দিন প্রমুখ।
প্রসঙ্গত, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের অনুপ্রেরণায় উজ্জীবিত হয়ে জেলায় তারুণ্যের উৎসব আয়োজন করা হচ্ছে। ৩০ ডিসেম্বর শুরু হওয়া ৫১ দিনব্যাপী উৎসব আগামী ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। জেলা এবং উপজেলা পর্যায়ে একযোগে উৎসবের বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করছে প্রশাসন।
উৎসবের নানা আয়োজনের মধ্যে রয়েছে বিভিন্ন ইভেন্টের ক্রীড়া প্রতিযোগিতা, পরিচ্ছন্নতা ও পরিবেশ দূষণ রোধসহ জনসচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি, প্রতিভা অন্বেষণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলা আয়োজন, বিভিন্ন বিষয়ভিত্তিক সভা, সেমিনার ও কর্মশালা।
শাকিল/সাএ
সর্বশেষ খবর