ফরিদপুরের ভাঙ্গায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এতে ২ টি ঘর ও ৩ টি গরু অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে। ঘটনাটি উপজেলার ঘারুয়া ইউনিয়নের ঘারুয়া গ্রামের শাহাবুদ্দিনের বাড়িতে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকাল সাড়ে ৩ টার সময় এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরবর্তীতে স্থানীয়রা আগুন নিভায়।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালের রান্না শেষে বাড়ির গৃহবধূ দোকানে যায় কিছু কিন্তু এবং শাহাবুদ্দিন যায় বাজারে বাদাম বিক্রি করতে এমন সময় বাড়িতে কেউ উপস্থিত ছিল না। কিন্তু রান্না ঘর থেকে আগুন ছড়িয়ে পরে পাশের গোয়াল ঘরে। এতে ভস্মীভূত হয় রান্না ঘর ও গোয়াল ঘর, এসময় গোয়াল ঘরে থাকা ৩ টি গরু অগ্নিদগ্ধ হয়ে মারা যায়।
এই বিষয়ে শাহাবুদ্দিন ব্যাপারী বলেন, আমি বরগা তিনটি গরু লালন পালন করতে ছিলাম গরুগুলোর দাম প্রায় ৭ থেকে ৮ লাখ টাকা। বাড়িতে কেউ ছিল না রান্না ঘর থেকে আগুন লাগে এরপর গোয়ালঘরে ছড়িয়ে পরে। পরবর্তীতে ৩ টি গরু ও ২ টি ঘরে থাকা বিভিন্ন জিনিসপত্র পুরে ছাই হয়ে যায়।
এই বিষয়ে ঘারুয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মান্নান শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অগ্নিকাণ্ডের ঘটনা শুনতে পেয়ে ঘটনাস্থলে যাই গিয়ে দেখি রান্না ঘর ও গোয়াল ঘর আগুনে পুরো ছাই হয়ে গেছে। এসময় গোয়াল ঘরে থাকা ৩ টি গরু অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর