
বগুড়ার শেরপুরে অসৎ উদ্দেশ্যে বাড়িতে ঘোড়া জবাই করার অপরাধে দুই যুবককে আটক করেছে শেরপুর থানা পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার শাহ বন্দেগী ইউনিয়নের ধর্মকাম এলাকায় এ ঘটনা ঘটে। আটকৃতরা হলেন, ধড়মোকাম এলাকার মৃত সৈয়দ আহমেদের ছেলে তৌহিদ আহমেদ (৩০) ও ফুলতলা এলাকার ইয়াকুব আলীর ছেলে সালমান হোসেন (২৪)।
জানা যায়, ঘোড়ার মাংস খাওয়া এবং বিক্রয় করার জন্য সন্ধ্যা রাতে ধড়মোকাম তৌহিদ আহমেদের বাড়িতে ঘোড়াটি জবাই করে চামড়া ছিলে ফেলে। পরে বিষয়টি স্থানীয় লোকজন টের পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনস্থলে উপস্থিত হয়ে জবাই করা ঘোড়াসহ দুইজনকে আটক করে।
এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর