
চট্টগ্রামের লোহাগাড়ায় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ১৯টি দোকান। বুধবার (১৫ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলা সদরের দক্ষিণ সুখছড়ি দরবার শরীফ স্টেশন সংলগ্ন চিশতিয়া মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। দোকান মালিকদের দাবি এ ঘটনায় তাদের দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। পুড়ে যাওয়া দোকানের মধ্যে রয়েছে, ফার্নিচার তৈরির দোকান, কম্পিউটার, ফার্মেসি, মুদি, সেলুন এবং চায়ের দোকান।
মার্কেটের তত্ত্বাবধায়ক সৈয়দ মুহাম্মদ মৌসুল জানান, বুধবার ভোরে কোনো একটি দোকানের বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। কিছু বুঝে উঠার আগেই আগুন মুহূর্তের মধ্যে মার্কেটের অন্যসব দোকানে ছড়িয়ে পড়ে।
পরবর্তীতে এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের দুইঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে ১৯টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
তিনি আরও জানান, এ ঘটনায় স্থাপনাসহ তাদের আনুমানিক দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা মো. রুবেল আলম বলেন, ভোর সাড়ে ৫টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। তিনি আরও বলেন, তদন্তসাপেক্ষে পরবর্তীতে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর