
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে প্রত্যাশিত সংস্কার আগামী বছর জুনের আগে নয়, এ বছর জুনের আগেই সম্ভব।
কিন্তু জনগণ মনে করছে রাজনৈতিক দল ও জনগণকে অন্ধকারে রেখে সংস্কারের নামে অযথা নির্বাচন প্রলম্বিত করা হচ্ছে। বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় ময়মনসিংহের হালুয়াঘাটের ভূনবনকূড়া ইউনিয়নের মহিষলেটি গ্রামে কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
কৃষক সমাবেশে এমরান সালেহ প্রিন্স বলেন, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিত্বশীল সরকার কায়েম সবচেয়ে বড় সংস্কার। একথা উল্লেখ করে বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন, নির্বাচিত জনপ্রতিনিধিদের দ্বারা গৃহীত সংস্কার হবে টেকসই ও গ্রহণযোগ্য।
তিনি বলেন, সংস্কারের হতে হবে জনগণের প্রত্যাশা অনুযায়ী। জনসম্পৃক্ত সংস্কারই আধুনিক, মানবিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়তে পারে। শুধু কোট-টাই পড়া শহরের মানুষের নয়, গ্রাম-গঞ্জ, ক্ষেত-খামারের কাদামাখা, ঘর্মাক্ত মানুষের প্রত্যাশাও সংস্কারে প্রতিফলিত হতে হবে। মানুষের সংসার না চললে সংস্কার হবে অর্থহীন।
কৃষক সমাবেশে এমরান সালেহ প্রিন্স বলেন, বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে জনগণের ক্রয় ক্ষমতা বৃদ্ধি, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখা, ফ্যমিলি কার্ডের মাধ্যমে অসচ্ছল পরিবারের মাসিক খরচে সহায়তা, পল্লী রেশনিং, কৃষক কার্ডের মাধ্যমে কৃষি ভর্তুকি প্রদান, শস্য বীমা, পশু বীমা, মৎস্য বীমা এবং পোল্ট্রি বীমা চালু করা হবে। সকলের জন্য বিনামূল্যে চিকিৎসা, প্রশিক্ষিত পল্লী চিকিৎসক, সকলের জন্য শিক্ষা, বেকার যুবকদের জন্য ভাতা, মুদ্রাস্ফীতির আলোকে শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা হবে। প্রতিটি এলাকায় শিল্পায়ন, কর্মসংস্থানসহ জনকল্যাণে বৈপ্লবিক পরিবর্তন আনা হবে।
কেন্দ্রীয় কৃষক দলের কর্মসূচি অনুযায়ী তিন মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে ভূবনকূড়া ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে আয়োজিত এই কৃষক সমাবেশে ইউনিয়নের সকল গ্রাম থেকে কৃষক প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। তারা কৃষি ও কৃষকের বিরাজমান সমস্যা নিয়ে মুক্ত আলোচনা করেন। তারা সেচের সময় বিদ্যুৎ সমস্যা ও সার, বীজ, কীটনাশক, তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ক্রমাগত উর্ধ্বগতি , কৃষি পন্যের
ন্যায্যমূল্য না পাওয়া, কৃষি বিপননের সমস্যা নিয়ে প্রকাশ করেন এবং সমস্যা নিরসনের আহ্বান জানান। ইউনিয়ন কৃষক দলের সভাপতি আল আমিনের সভাপতিত্বে কৃষক সমাবেশে বক্তব্য রাখেন
ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, আসলাম মিয়া বাবুল, আবু হাসনাত বদরুল কবির, বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী, আলমগীর আলম বিপ্লব প্রমুখ।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর