রাজবাড়ীর পাংশায় ৩৭০ পিস গাঁজার গাছসহ সাহিদুল মন্ডল (৩৬) নামের এক গাজা চাষিকে আটক করেছে পাংশা মডেল থানা পুলিশ।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকাল ৫টার দিকে উপজেলার সরিষা ইউনিয়নের বেজপাড়া গ্রাম থেকে পিঁয়াজ ও রসুন ক্ষেতের মধ্যে চাষকৃত ৩৭০ পিস গাঁজার গাছ জব্দ করা সহ তাকে আটক করে থানা পুলিশ।
পাংশা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম ও সঙ্গীয় পুলিশ ফোর্স অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। আটককৃত গাজাচাষী শহিদুল মন্ডল বেজপাড়া গ্রামের হামিদ মণ্ডলের ছেলে।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি গত ১ মাস পূর্ব থেকে বেজপাড়া গ্রামে ৪ শতাংশ জমি বন্ধক নিয়ে সাহিদুল মন্ডল নামের এক ব্যক্তি গাঁজা চাষ ও পরিচর্যা করে আসছেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে গাঁজার গাছ জব্দ সহ ওই চাষিকে আটক করে।
এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার নামে একটি মামলা রুজু করা হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। বুধবার আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর