
বগুড়ার শেরপুর উপজেলার হঠাৎ করে গভীর রাতে ভবানীপুর বাজারে পূর্ব বাংলার সর্বহারা পার্টির পক্ষে পোস্টারিং এর মাধ্যমে গ্রামভিত্তিক গণযুদ্ধ গড়ে তোলার ডাক দিয়েছে। পোস্টারিং এর কারণে এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে পুলিশ বলছে আতঙ্কের কিছু নাই তারা প্রতি বছরই ধরনের পোস্টারিং করে নিজেদের অবস্থান জানান দিয়ে থাকে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে শেরপুর উপজেলার ভবানীপুর বাজারে বিভিন্ন প্রতিষ্ঠানের দেয়ালে সর্বহারার পার্টির পোস্টারিং দেখা যায়।
ভবানীপুর গ্রামের বাসিন্দা গোলজার হোসেন,আলমগীর হোসেন ও সাগর বলেন, বৃহস্পতিবার সকালে ভবানীপুর বাজারে চা পান করতে এসে বিভিন্ন দোকানের দেয়ালে পোস্টার দেখতে পারি।
পোস্টারের লেখা দেখে গ্রামের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।পোস্টারে লেখা রয়েছে "সর্বহারা পার্টির জাতীয় কংগ্রেস ২০২৪- এর ডাক- মার্কিন ও পশ্চিমা সাম্ররাজ্যবাদের দালাল ও সেনা-এনজিও বুদ্ধিজীবী- বড় ধনীদের অন্তর্বর্তী সরকার, শ্রমিক কৃষক সাধারণ জনগণের সরকার নয়" বিপ্লবী গণ ক্ষমতা প্রতিষ্ঠার লড়াই অব্যাহত রাখুন।’
মাওবাদীগণ, ঐক্যবদ্ধ হোন!
পূর্ব বাংলার মাওবাদী আন্দোলনের ৫ দশক অভিজ্ঞতার সার সংকলন করুন!
গ্রাম- ভিত্তিক গণযুদ্ধ গড়ে তুলুন!
মার্কিন,চীন,রাশিয়া,ইইউসহ সকল সাম্রাজ্যবাদ নিপাত যাক! ভারতীয় সস্প্রসারনবাদ- নিপাত যাক!
মাওবাদ- জিন্দাবাদ!
নয়া গণতান্ত্রিক বিপ্লব - জিন্দাবাদ!
গণযুদ্ধ জিন্দাবাদ!
কেন্দ্রীয় কমিটি,পূর্ব বাংলার সর্বহারা পার্টি
স্খানীয়রা জানান, প্রতিবছর শীত মৌসুমে ভবানীপুর বাজার এলাকায় সর্বহারা পার্টির তৎপরতা দেখা যায়।তারা ধরনের পোস্টারিং করে অবস্থা সম্পন্ন ব্যক্তিদের কাছে থেকে গোপনে মোটা অঙ্কের চাঁদা নিয়ে থাকে।
এছাড়াও তারা ডাকাতিও করে থাকে।গত দুই সপ্তাহ আগেও ভবানীপুরে একটি ডাকাতির ঘটনা ঘটেছে। সর্বহারাদের তৎপরতার কারণে গত কয়েক বছর আগে ভবানীপুর বাজারে অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়।কিন্তু তারপরেও সর্বহারা পার্টির তৎপরতা থামানো যায়নি।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, ভবানীপুর সিরাজগঞ্জ জেলার তাড়াশ ও রায়গঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকায়। ওই সব এলাকা থেকে এসে ভবানীপুর বাজারে ধরনের পোস্টারিং করা হয়। তবে আতঙ্কের কিছু নাই। এলাকায় পুলিশি টহল বাড়ানো হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে যারা পোস্টারিং করেছে তাদেরকে শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর