
নাটোরের বাগাতিপাড়ায় রিটেইনিং দেয়ালের নির্মাণ কাজে নিম্নমানের পাথর দেওয়ার অভিযোগে কাজ বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। বুধবার বিকালে কাজটি বন্ধ করে দেওয়া হয়।
সংশ্লিষ্টদের সূত্রে জানা গেছে, বাগাতিপাড়া মডেল থানার উত্তর পার্শ্বে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সেচ প্রকল্পের আওতায় খালের পাড় ভাঙ্গা রোধে প্রায় ২০ লাখ টাকা ব্যয়ে রিটেইনিং ওয়াল নির্মাণের কাজ চলছিল। ৫০ মিটার দীর্ঘ দেয়ালের নির্মাণ কাজের ঠিকাদারি পান মেসার্স শাম্মী এন্টারপ্রাইজ। নিম্নমানের পাথর দিয়ে ঢালাইয়ের কাজ করার বিষয়টি জেলার একজন সাংবাদিকের নজরে আসে। বিষয়টি ওই সাংবাদিক চ্যালেঞ্জ করেন। পরবর্তীতে বিষয়টি নির্বাহী প্রকৌশলী বরাবর পৌঁছলে তিনি তাৎক্ষণিক কাজ বন্ধ রাখার নির্দেশ দেন।
সংশ্লিষ্ট লেবার প্রধান উমর ফারুখ বলেন, কর্তৃপক্ষ কাজ বন্ধ করতে বলায় তিনি তার শ্রমিকদের নিয়ে ফিরে যাচ্ছেন। তবে তিনি দুয়েকটি পাথরে সমস্যা থাকতে পারে বলে মন্তব্য করেন।
এ ব্যাপারে ঠিকাদার কুরবান আলী বলেন, পাথর ঠিক না থাকার অভিযোগে তার কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। এতে তার শ্রমিকদের খরচসহ আর্থিক ক্ষতি হয়েছেন। নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান মনির বলেন, একজন সাংবাদিকের অভিযোগ পেয়ে তিনি কাজটি বন্ধ রাখতে নির্দেশ দেন। এরপর ঘটনাস্থল পরিদর্শন করে ব্যবস্থা নেওয়া হবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর