![BD24LIVE.COM](https://www.bd24live.com/bangla/public/logo-bd24live.png)
গাজীপুরের কালিয়াকৈরের বড়ইতলী এলাকার বটতলার মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার (১৫ জানুয়ারি) রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা মন্দিরে ঢুকে প্রতিমা ভাঙচুর করে এবং সেগুলো মন্দিরের ভেতরে ফেলে রেখে যায়।
স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো গতকাল বিকেলে পূজা শেষে মন্দিরে তালা মেরে চলে যান মন্দির কর্তৃপক্ষ। কিন্তু রাতে দুর্বৃত্তরা মন্দিরের গেট টপকে ভেতরে প্রবেশ করে এবং প্রতিমাগুলো ভেঙে ফেলে রেখে যায়।
মন্দিরের পুরোহিত সুকুমল চক্রবর্তী জানান, ভাঙচুরের খবর পেয়ে সকালে মন্দিরে উপস্থিত হন তিনি। ঘটনাটি দেখার পর তাৎক্ষণিকভাবে তিনি স্থানীয় প্রশাসন এবং পুলিশকে বিষয়টি জানান।
খবর পেয়ে ঘটনাস্থলে যান কালিয়াকৈর উপজেলার নির্বাহী কর্মকর্তা কাউছার আহমেদ এবং কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ।
ওসি রিয়াদ মাহমুদ বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমরা ইতোমধ্যে তদন্ত শুরু করেছি এবং দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় প্রশাসন ও পুলিশ এই ঘটনার পেছনের কারণ এবং দোষীদের শনাক্ত করতে কাজ করছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর