
বলিউডের জনপ্রিয় অভিনেতা সাইফ আলী খানকে বুধবার (১৫ জানুয়ারি) মধ্যরাতে ভয়ংকরভাবে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুষ্কৃতিকারী। পরে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে হাসপাতালে ভর্তি করা হয় তাকে। আর এ খবর ছড়িয়ে পড়তেই শিগগিরই তদন্তে নামে আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ।
মুম্বাই পুলিশের একটি দল রাত তিনটায় অভিনেতার বান্দ্রার ফ্ল্যাটে পৌঁছে যায়। পাশাপাশি ফরেন্সিক টিমও যায় ঘটনাস্থলে। পরে সেখান থেকে নমুনা সংগ্রহ করা হয়। আর ঘটনাস্থলে উপস্থিত অনেকের সঙ্গে কথা বলে পরিস্থিতি সম্পর্কে জানার চেষ্টা করে পুলিশ। একইসঙ্গে সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখে।
এ ঘটনার ২৪ ঘণ্টা পার না হতেই এবার সম্ভাব্য দুষ্কৃতির ছবি প্রকাশ্যে এলো। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, মধ্যরাতে সিঁড়ি দিয়ে পালাতে দেখা গেছে এক অজ্ঞাত ব্যক্তিকে। ওই অজ্ঞাত ব্যক্তি পালিয়ে যাওয়ার কিছুক্ষণ আগেই ছুরিকাঘাত করা হয় সাইফকে।
এদিকে বলিউড তারকাকে ছুরিকাঘাতের পর সিসিটিভি ফুটেজ থেকে ওই অজ্ঞাত ব্যক্তির পালিয়ে যাওয়ার দৃশ্য বের করা গেলেও, তিনি এখন অধরায়।
প্রসঙ্গত, বুধবার মধ্যরাতে দুষ্কৃতির ছুরিকাঘাতে আহত হন সাইফ। এ ঘটনায় মুম্বাই পুলিশের পক্ষ থেকে জানানো হয়, অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি সাইফের বাড়িতে প্রবেশ করে গৃহকর্মীর সঙ্গে ঝগড়া শুরু করে। যা অভিনেতা বুঝতে পেরে তৎপর হয়ে উঠেন। তিনি বিষয়টি সমাধানের চেষ্টা করলে তাকে ছুরিকাঘাত করে ওই দুষ্কৃতি ব্যক্তি। পরে গুরুতর আহত অবস্থায় তাৎক্ষণিক বান্দ্রার লীলাবতী হাসপাতালে নেয়া হয় অভিনেতাকে। বর্তমানে আশঙ্কামুক্ত আছেন এ তারকা।
শাকিল/সাএ
সর্বশেষ খবর