
লোভনীয় টিউশনের বিজ্ঞাপনের ফাঁদে পড়েছেন বিশ্ববিদ্যালয় পড়ুয়া অনেক শিক্ষার্থী। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের কেন্দ্র করে বছরের শুরুতেই জমজমাট হয়ে ওঠে টিউশন মিডিয়ার নামে প্রতারণার ফাঁদ।তেমনি 'নোয়াখালী কনফিডেন্স টিউশনি মিডিয়া' নামক ফেসবুক পেজের মাধ্যমে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। খোঁজ নিয়ে জানা যায় টিউশন দেওয়ার নাম করে মিডিয়া চার্জের নামে বিরাট অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে এই চক্রটি।
ভুক্তভোগীদের দেওয়া তথ্য মতে টিউশন দেওয়ার নাম করে ২০০০ টাকা করে মিডিয়া চার্জ নেয় চক্রটি।প্রতারণার শিকার হওয়া সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের সপ্তম ব্যাচের শিক্ষার্থী রাহাতুল ইসলাম বলেন, ফেসবুকে ‘নোয়াখালী কনফিডেন্স টিউশন মিডিয়া’ নামে একটি ভুয়া টিউশন মিডিয়ার পেজ রয়েছে। নোবিপ্রবির অনেক শিক্ষার্থী এর মাধ্যমে প্রতারণার শিকার হয়েছে। আমি নিজেও এই প্রতারণার শিকার।টিউশন দেওয়ার নামে আমার কাছ থেকে ২০০০ টাকা নিয়েছিলো। পরবর্তীতে আমি ক্যাম্পাসের অন্যান্যদের কাছ থেকে জানতে পারি এই পেজটি ভুয়া এবং আমাদের অনেক সিনিয়র এভাবে প্রতারিত হয়েছে।
তিনি আরো বলেন,আমার কয়েকজন বন্ধু এই মিডিয়ার মাধ্যমে প্রতারিত হয়েছে।অনেক শিক্ষার্থী না জেনে প্রতারিত হচ্ছে।প্রতারকদের কার্যকলাপ ও ভবিষ্যতে এ ধরনের প্রতারণার ফাঁদ সম্পর্কে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।
প্রতারণার শিকার হওয়া বায়োকেমিস্ট্রি এন্ড মলিকিউলার বায়োলজির শিক্ষার্থী জান্নাতুল মরিয়ম আইলা বলেন, 'নোয়াখালী কনফিডেন্স টিউশনি মিডিয়া' পেজ থেকে প্রচার করা হয় নোবিপ্রবির কয়েকজন শিক্ষার্থী টিউশন পেয়েছিলো। তাদের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলে জানতে পারি তারা এখান থেকে টিউশন পেয়েছে।এই টিউশন মিডিয়া টিউশন দেওয়ার নাম করে মিডিয়া চার্জের নামে ২০০০ টাকা নিয়েছিলো৷ তারা বলেছিলো ১০ ডিসেম্বর বিকাল ৫ টায় স্টুডেন্টের বাসায় নিয়ে যাবে এবং পরিচয় করিয়ে দিবে। কিন্তু যখন ১০ তারিখ আসলো এই নাম্বার থেকে আমাকে ব্লক করে দেয়।
অনুসন্ধানে জানা যায়, শিক্ষার্থীদের বিশ্বাস অর্জনের জন্য নোবিপ্রবির শিক্ষার্থী পরিচয়ে ফেইক আইডি তৈরি করে এই চক্রটি। নোবিপ্রবি শিক্ষার্থী পরিচয় দিয়ে দাবি করে তারা এই মিডিয়ার মাধ্যমে টিউশন পেয়েছে। ভুক্তভোগীদের থেকে পাওয়া তথ্য মতে শিক্ষার্থী পরিচয় দাবি করা এসব শিক্ষার্থীদের অস্তিত্ব নোবিপ্রবির উক্ত ডিপার্টমেন্ট গুলোর কোথাও পাওয়া যায় নি।এদিকে ভুক্তভোগী শিক্ষার্থীদের থেকে পাওয়া প্রতারক চক্রের নম্বরগুলোতে যোগাযোগ করার চেষ্টা করা হলে মুঠোফোন নাম্বার বন্ধ পাওয়া যায়।এছাড়াও প্রতারক চক্রের টিউশন মিডিয়ার পেজ বর্তমানে প্রবেশ করা যাচ্ছে না।
এই বিষয়ে নোবিপ্রবি প্রক্টর এ.এফ.এম আরিফুর রহমান বিডি২৪লাইভ'কে বলেন, ভুক্তভোগীদের লিখিত অভিযোগ পেলে আমরা স্থানীয় পুলিশদের কাছে তথ্যগুলো দিয়ে দিবো। পুলিশ তাদের খুঁজে বের করার চেষ্টা করবে।শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, নোয়াখালীতে কোন শিক্ষার্থী যাতে অনলাইন টিউশন মিডিয়ার প্রতারণার ফাঁদে না পড়ে।
আপনাদের যদি টিউশন দরকার হয় নিজ নিজ বিভাগের বড় ভাইদের সাথে যোগাযোগ করুন। প্রয়োজনে স্যারদের সাথে যোগাযোগ করুন।অনলাইনের প্রতারণার ফাঁদে পা দেবেন না৷
শাকিল/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর