
কুমিল্লা মহানগর আওয়ামীলীগ নেতা একাধিক মামলার আসামী কবিরুল ইসলাম শিকদারকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। শুক্রবার (১৭ জানুয়ারি) রাতে নগরীর মোগলটুলি নিচ বাসা থেকে আটক করেছে। শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তির তথ্য জানিয়েন সেনাবাহিনী।
প্রেসবিজ্ঞপ্তি থেকে জানা যায়- আদর্শ সদরে গতরাতে ২৩ বীরের গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রাত ০৩ টায় ক্যাম্পের একটি টহল দল তার বাসভবনে অভিযান চালায়। কবিরুল ইসলাম শিকদার ওরফে কবির শিকদারকে সার্কিট হাউস সংলগ্ন এলাকার নিজ বাসস্থান থেকে গ্রেপ্তার করা হয়েছে।
কবির শিকদার কুমিল্লা মহানগর আওয়ামী লীগের একজন গুরুত্বপূর্ণ নেতা এবং নিষিদ্ধ ঘোষিত কুমিল্লা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি। তিনি প্রাক্তন সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের ঘনিষ্ঠ অনুসারী ছিলেন। গত জুলাই-আগস্ট মাসের আন্দোলনে তার সক্রিয় ভূমিকা ছিল, এবং সাম্প্রতিক গোয়েন্দা তথ্য অনুযায়ী, তিনি আওয়ামী লীগ অনুসারীদের পুনরায় সংগঠিত করার চেষ্টা চালাচ্ছিলেন। এছাড়া, আসন্ন ১৮ জানুয়ারি আওয়ামী লীগের ঘোষিত হরতাল সফল করতে তিনি সক্রিয় ভূমিকা নিচ্ছিলেন বলে জানা যায়।
তার বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় ৪টি মামলা রয়েছে।
২৩ বীরের সাহসী ও দ্রুত পদক্ষেপের ফলে কবির শিকদারকে সফলভাবে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। অভিযানের পর তাকে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর