
নেসকোর গ্রাহকদের প্রিপেইড মিটার স্থাপনের নামে হয়রানির প্রতিবাদে নাগরিক অধিকার রক্ষা আন্দোলন, নামে একটি সামাজিক সংগঠনের ব্যানারে জয়পুরহাটে আজ শুক্রবার সকালে এক মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।
জয়পুরহাট শহরের পাচুরমোড়ে মানববন্ধন কর্মসূচী চলাকালে নেসকোর প্রিপেইড মিটার স্থাপনের নামে হয়রানির প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন নাগরিক অধিকার রক্ষা আন্দোলন জয়পুরহাটের আহ্বায়ক মোঃ তারেক হাসান, সদস্য সচিব নাজমুল হোসেন, সদস্য রকিব উদ্দিন, মওলানা আবু তাহের ও মওলানা নুর মাহমুদ প্রমূখ।
বক্তারা অবিলম্বে প্রিপেইড মিটার স্থাপনের নামে গ্রাহক হয়রানি বন্ধ করার দাবী জানান। অন্যথায় নেসকো ঘেরাও কর্মসূচী ঘোষণা করা হয়।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর