গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী আব্দুল করিম (২৫) নিহত হয়েছেন। শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে হুনাখালী রেললাইনের সামনে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, আব্দুল করিম দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে রেললাইনের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আব্দুল করিম টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার বহুরা গ্রামের বাসিন্দা এবং দুলাল মিয়ার ছেলে। তিনি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বলিয়াদি গাংপার জামে মসজিদের ইমাম ছিলেন। মসজিদের দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনার শিকার হন।
কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) হযরত আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে স্থানীয়রা আহত অবস্থায় আব্দুল করিমকে হাসপাতালে নিয়ে যাওয়ায় ঘটনাস্থলে কোনো লাশ পাওয়া যায়নি। এ ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার চালক ও যানবাহনটি সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ চলছে।
স্থানীয় এলাকাবাসী এবং নিহত ব্যক্তির পরিবার এই মর্মান্তিক দুর্ঘটনার জন্য গভীর শোক প্রকাশ করেছেন। সড়ক দুর্ঘটনার সংখ্যা কমাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।
শাকিল/সাএ
সর্বশেষ খবর