
দিনাজপুরের সাবেক সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপি নেতা রেজিনা ইসলাম (৭০) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে হৃদ্রোগে আক্রান্ত হয়ে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ও রিচার্স সেন্টারে তার মৃত্যু হয়।
রেজিনা ইসলামের বাড়ি দিনাজপুর শহরের চারবাবুর মোড় এলাকায়। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ নানা রোগে ভুগছিলেন।
আজ সকালে তার জামাতা আবদুল মতিন জানান, রেজিনা ইসলাম বেশ কিছুদিন ধরে ঢাকায় বড় মেয়ের বাসায় ছিলেন। বৃহস্পতিবার রাতে মেয়েসহ ঢাকা থেকে বাসযোগে দিনাজপুরের উদ্দেশ্যে আসছিলেন তিনি। গোবিন্দগঞ্জ পার হওয়ার সময় হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। আজ সকাল ছয়টায় তাকে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসাপাতাল এন্ড রিচার্স সেন্টারে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ছয়টায় তিনি মারা যান।
রেজিনা ইসলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ছিলেন। তিনি দিনাজপুর জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক, জেলা মহিলা দলের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। তিনি দিনাজপুর শহরের শাখারিপট্টি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতাও করেছিলেন।
পরে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে তিনি দিনাজপুর সংরক্ষিত আসন (৪১) থেকে সংসদ সদস্য মনোনীত হন। তিনি ১ অক্টোবর ২০০১ থেকে ২৯ অক্টোবর ২০০৬ সাল পর্যন্ত সংসদ সদস্য ছিলেন।
তিনি চার মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার বিকাল পাঁচটায় লালবাগ দাখিল মাদ্রাসা মাঠে মরহুমা রেজিনা ইসলামের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে লালবাগ গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
রেজিনা ইসলামের মৃত্যুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন, দিনাজপুর জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট মােফজ্জল হোসেন দুলাল ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ, জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আনিসুর রহমান, সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হকসহ বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করেছেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর