"এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" এ প্রতিপাদ্য নিয়ে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে কিশোরগঞ্জে তারুণ্যের উৎসবের উদ্বোধন করা হয়েছে। দেশব্যাপী চলমান তারুণ্যের উৎসব ২০২৫ উদ্যাপনের অংশ হিসেবে শনিবার (১৮ জানুয়ারি) কিশোরগঞ্জ পৌর শহরের পুরাতন স্টেডিয়ামে দুই দিনব্যাপী জমজমাট তারুণ্য মেলার শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক ফৌজিয়া খান।উদ্বোধন শেষে জেলা প্রশাসক ফৌজিয়া খান বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নিয়ে মেলার স্টলগুলো পরিদর্শন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে তারুণ্যের উৎসব মেলা ও সাংস্কৃতিক উপ কমিটির আহ্বায়ক ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জেসমিন আক্তারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মুকিত সরকার, সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নাহিদ হাসান খান, কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ এরশাদ মিয়া, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (নেজারত শাখা, মিডিয়া সেল, ব্যবসা ও বাণিজ্য শাখা) রওশন কবির, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (রেকর্ডরুম শাখা, তথ্য ও অভিযোগ শাখা এবং প্রবাসী কল্যাণ শাখা,জে এম শাখা, ফৌজদারি নকল খানা, আর টি আই) ছামিউল ইসলাম, কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন, জেলা জামায়েতের আমির মো. রমজান আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, কিশোরগঞ্জ জেলার সভাপতি মো. আলমগীর হোসেন তালুকদার, জেলা ছাত্রদলের সভাপতি মারুফ আল মোস্তফা (মারুফ মিয়া), গণ অধিকার পরিষদ, কিশোরগঞ্জ জেলার সদস্য সচিব মুখলেছুর রহমান আকন্দ উজ্জ্বল প্রমুখসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসময় জেলা প্রশাসক ফৌজিয়া খান বলেন, যারা বিভিন্ন সরকারি এবং বেসরকারি সংস্থা থেকে প্রশিক্ষণ নিয়েছে তাদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে তাদের পণ্য গুলো প্রচার প্রসারের জন্য সরকারের পক্ষ থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তরুণ উদ্যোক্তা সৃষ্টি করাই সরকারের লক্ষ্য।
দুই দিনব্যাপী এ মেলায় শহরের পুরাতন স্টেডিয়ামে বই, দেশীয় পিঠা, প্রসাধনী, কারুপণ্য ও কুটিরশিল্প, ফাস্ট ফুড, ব্লাড গ্রুপ নির্ণয়সহ মোট ৪০টি স্টল বসেছে।
প্রতিটি স্টল ও মেলা প্রাঙ্গণ জুলাই বিপ্লবের আবহে সজ্জিত হয়েছে, যা দর্শনার্থীদের আকৃষ্ট করছে। মেলা চলবে ১৮ থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উন্মুক্ত থাকবে।
মেলায় কলেজ শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প, স্থানীয় উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনী ও বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম স্থান পেয়েছে। উৎসবমুখর এ আয়োজন তরুণদের পাশাপাশি কিশোরগঞ্জের সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। মেলা প্রাঙ্গণে বিভিন্ন স্টলে দর্শনার্থীদের ভিড় লক্ষ করা গিয়েছে।
মেলা আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন তরুণ সমাজের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে এবং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ ধরনের কর্মসূচি আয়োজনের পরিকল্পনা রয়েছে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর