জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে আতাউর রহমান বিপুল (৫০)কে কুপিয়ে হত্যা মামলায় ২ আসামী গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে। শনিবার সকালে আসামীদের কোর্টে প্রেরণ করা হয়।
নিহতের পরিবার, মামলা ও পুলিশ সূত্রে জানাগেছে, গত শুক্রবার দুপুরে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি এলাকায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে চাচাত ভাই আসাদুজ্জামান তালুকদার আপেলের নেতৃত্বে তার মাতা আনোয়ারা বেগম, রাব্বী ইসলাম বাপ্পি, সাজিত ইসলাম তানজিল, তুহিনা বেগম, তার পুত্র তানিম, তাহসিন, তমাল, বিন্দু, বেবীসহ ৪/৫ জন ধারালো অস্র নিয়ে হামলা করে। বাড়ীর পূর্ব পাশের্^ আঙ্গিনায় জমিতে আগাছা কাটতে থাকা আতাউর রহমান বিপুলকে অতর্কিত হামলা করে ধারালো অস্রের আঘাতে তার ডান হাত শরীর থেকে বিচ্ছিন্ন করেফেলে। জীবন রক্ষায় দৌর দিতে চাইলে সন্ত্রাসীরা কুপিয়ে তার ডান পা কেটে ফেলে। এ সময় তাকে বাঁচাতে বিপুলে স্ত্রী মুক্তা বেগম (৪৫) স্বামীকে বাঁচাতে এগিয়ে এলে অস্রধারীরা তাকেও কুপিয়ে ক্ষত বিক্ষত করে। মুক্তার ডান হাতের দুই আঙ্গুল বিচ্ছিন্ন এবং ডান পায়ের গোড়ালীর রগ কেটে যায়। তার মা আসমা বেগম (৬৫) এগিয়ে এলে অস্রধারী সন্ত্রাসীরা কুপিয়ে তার ডান পা শরীর থেকে প্রায় বিচ্ছিন্ন করে ফেলে। অস্রধারী সন্ত্রাসীরা উল্লাশ করতে করতে বিপুলের খড়ের গাদায় আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় বিপুলের ভাই আলামিন বাদী হয়ে ১০জনের নাম উল্লেখসহ আরও ৪/৫জন কে অজ্ঞাত আসামী করে সরিষাবাড়ী থানায় মামলা দায়ের করে। মামলা নং ১০ (১৭/০১/২০২৫ ইং)। পুলিশ শুক্রবার রাতেই অভিযান চালিয়ে আনোয়ারা বেগম ও সাজিত ইসলাম তানজিলকে গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করে। গুরুতর আহত আসমা ও মুক্তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয় বলে জানাগেছে।
সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ চাঁদ মিয়া বলেন, হত্যা মামলায় এজাহার নামীয় ২আসামীকে গ্রেপ্তার করে কোর্টে সোপর্দ করা হয়েছে। অন্য আসামীদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর