
টাঙ্গাইলের মির্জাপুরে পূর্ব শত্রুতার জেরে আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে একই গ্রামের দুই পক্ষের মধ্যে হামলা- পালটা হামলার ঘটনা ঘটেছে।
এতে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলম মৃধার মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরসহ উভয়পক্ষের ৮-১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। তারা সবাই উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের গোড়াইল গ্রামের বাসিন্দা।
শুক্রবার (১৭ জানুয়ারি) রাত ৮ টা থেকে রাত ১০ টা পর্যন্ত মির্জাপুর বাইপাস বাসস্ট্যান্ড, মির্জাপুর বাজারের কাকলী মোড় এলাকায় এই হামলা- পালটা হামলার ঘটনা ঘটে।
রাতে এ ঘটনার সময় মির্জাপুর বাজারের ব্যবসায়ী ও পথচারিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অবশ্য সেনাবাহিনী ও পুলিশের হস্তক্ষেপে রাতেই পরিস্থিতি স্বাভাবিক হয়।
ঘটনা সূত্রে জানা গেছে, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলম মৃধার পরিবার- অনুসারী ও মির্জাপুর কলেজের কলেজের সাবেক ভিপি আবু সাঈদ এর অনুসারীদের মধ্যে পূর্ব থেকেই বিরোধ চলে আসছিলো।
ওই বিরোধকে কেন্দ্র করে ইতঃপূর্বে মারপিটের ঘটনা ঘটেছে। সম্প্রতি ওই ঘটনার রেশ ধরে পুনরায় উভয় পক্ষের মধ্যে এই হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটলো।
এ ঘটনায় দুই পক্ষের সেলিম সিকদার ও জাহাঙ্গীর মৃধা বাদী হয়ে মির্জাপুর থানায় পৃথক লিখিত অভিযোগ করেছেন।
মির্জাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মোশারফ হোসেন জানান, পাল্টাপাল্টি হামলার ঘটনায় থানায় পৃথক অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর