
ফেনী জেলা বিএনপি সদস্য সচিব আলাউদ্দিন আলাল স্বাক্ষরিত ঘোষিত কমিটি বাতিলের দাবিতে সোনাগাজী পৌর ও উপজেলা কমিটি এবং দাগনভূইয়া পৌর ও উপজেলা আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে ফেনী প্রেসক্লাবের সামনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শনিবার (১৮ জানুয়ারি) বিকেলে অনুষ্ঠিত হয়েছে।
প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন, সোনাগাজীর সাবেক পৌরসভার মেয়র জামাল উদ্দিন সেন্টু, সাবেক মতিগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির উদ্দিন দোলন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাাপতি কামরুল ইসলাম, সাবেক কাউন্সিলর ইমাম উদ্দিন ভুইয়া, দাগনভুইয়া উপজেলা বিএনপির নেতা কাজী সাইফুর রহমান স্বপন, যুবদলের নেতা শাহাদাত হোসাইন, ছাত্রদলের নেতা কাজী ফটিক, বিএনপি নেতা সাইফুর রহমান রতন, মাহাবুবুল আলম রিপন সহ বিএনপি ও যুবদলের এবং ছাত্রদলের নেতৃবৃন্দ।
এসময় সোনাগাজি উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক জামাল উদ্দিন সেন্টু বলেন, অনতিবিলম্বে ভুয়া ও পকেট কমিটি বাতিলের দাবি করেন। নতুবা কঠোর কর্মসূচি ঘোষণা দেওয়া হবে।
সাবেক কাউন্সিলর ইমাম উদ্দিন ভুঁইয়া বলেন, বিএনপির কোন কমিটি একক সাক্ষরে হয় না।সদস্য সচিব একক ভাবে সাক্ষর করে কমিটি ঘোষণা করবেন আর আমরা তা মেনে নিবো এটা সম্ভব না। সকলের মতামত নিয়ে নতুন কমিটি ঘোষণা করতে হবে।দাগনভুঁইঞা ও সোনাগাজির সকল কমিটি বিলুপ্ত করতে হবে।
উল্লেখ্য গত ৩ সপ্তাহ পূর্বে ২২ ডিসেম্বর ২০২৪ দুপুরে আলাল উদ্দিন আলাল সোনাগাজি ও দাগনভুঁইঞার উপজেলা ও পৌর কমিটি ঘোষনা করেন।ঘোষিত কমিটি তিনি বিএনপি ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খানের পরামর্শে ঘোষণা করেছেন বলে জানান।তবে ঘোষিত কমিটি বাতিলের দাবিতে তখন হতেই নিয়মিত উত্তাল ছিল সোনাগাজি ও দাগনভুঁইঞা উপজেলা বিএনপি পদবঞ্চিত নেতারা।
এ বিষয় বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম গণমাধ্যমকে জানান' এটি একটি ঘোষিত ৩ সদস্যের আহ্বায়ক শর্ট(সংক্ষিপ্ত) কমিটি। এদের কে পূর্ণাঙ্গ কমিটি গঠনে মার্কিং(চিহ্নিত) করে দেওয়া হয়েছে।তারা আগামীতে সবাইকে নিয়ে পূর্ণাঙ্গ কমিটি দিবে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর