
রাজনীতিমুক্ত যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) ক্যাম্পাসকে লেজুড়বৃত্তিক রাজনীতিমুক্ত রাখার বিষয়ে পুনরায় যবিপ্রবির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ডের সদস্যরা একমত প্রকাশ করেছেন।
শুক্রবার (১৭ জানুয়ারি) ৫ আগস্ট পরবর্তী পুনর্গঠিত রিজেন্ট বোর্ডের প্রথম ও বিশ্ববিদ্যালয়ের ১০৪তম সভায় শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে ও বিশ্ববিদ্যালয়ের আইন বাস্তবায়নের বিষয়ে সবাই একমত পোষণ করেন।
রিজেন্ট বোর্ড সূত্রে জানা যায়, ইতঃপূর্বে যবিপ্রবিতে দলীয় লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি নিষিদ্ধ থাকলেও বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক কার্যক্রম চলমান ছিল। এসময়ে বিশ্ববিদ্যালয়ে একাধিক শিক্ষার্থী নির্যাতনের শিকার হয়েছেন। শিক্ষার্থী নির্যাতন ছাড়াও বিশ্ববিদ্যালয়ে নানা অপকর্মে তারা যুক্ত ছিল।
তবে ০৫ আগস্ট পরবর্তী সময়ে রিজেন্ট বোর্ডের ১০৩তম সভায় আবারও সকল প্রকার রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়। গতকাল পুনরায় রিজেন্ট বোর্ডের সকল সদস্য রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রাখার বিষয়ে একমত প্রকাশ করেন। তারা বিশ্ববিদ্যালয়ের আইনের যথাযথ বাস্তবায়নের বিষয়ে গুরুত্বারোপ করেন। এসময় তারা যবিপ্রবিকে একটি বিশ্বমানের বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।
যবিপ্রবি উপাচার্য ও রিজেন্ট বোর্ডের সভাপতি অধ্যাপক ড. মো. আব্দুল মজিদের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসাইন আল মামুন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, যশোর সরকারি সিটি কলেজের সাবেক উপাধ্যক্ষ অধ্যাপিকা নার্গিস বেগম, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম সরকার, আদ-দ্বীন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক জামালুন্নেছা পিএইচডি, ফার্মাসিউটিক্যাল সায়েন্স রিসার্চ ডিভিশন বাংলাদেশ কাউন্সিল অব সায়েন্টিফিক এন্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (বিসিএসআইআর) এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. হোসেন সোহরাব, পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্ৰ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ড. মো. আলতাফ হোসেন, নিউরো সায়েন্স রিসার্চ সেন্টার এর কাউন্সিল মেম্বার প্রফেসর ড. মাহমুদ হোসেন, পেট্রোলিয়ম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং (পিএমই) বিভাগের অধ্যাপক ড. এইচ এম জাকির হোসেন, নিউট্রিশন এন্ড ফুড টেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. ওমর ফারুক, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মোছা. আফরোজা খাতুন, রিজেন্ট বোর্ডের সদস্য সচিব ও রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব প্রমুখ।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর