
আগামী সাতদিনের মধ্যে বিগত ফ্যাসিস্ট সরকার কর্তৃক বিবাহের উপর আরোপিত কর প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।
রোববার (১৯ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে সাধারণ ছাত্রজনতার ব্যানারে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।
এতে উপস্থিত ছিলেন ছাত্রনেতা জুবায়ের সাদী, সাব্বির আহমেদ, সানাউল্লাহ খান, মাহমুদ হাসান প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, দেশে ব্যভিচার ও ধর্ষণকে ছড়িয়ে দিতে কিছু বিদেশি গোলাম নিরলসভাবে কাজ করে গেছে। বাল্যবিবাহকে আইনবিরুদ্ধ ঘোষণা করে একটা ইস্যু তৈরি করা হলো। অথচ ১৩-১৪ বছর বয়সী ছেলেমেয়েরা অবাধে মেলামেশা করছে, সেটা বন্ধে সরকার কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি। তারপর বলা হয়, নিজের পায়ে না দাঁড়ানো অবধি বিয়ে করা যাবে না, এটা পশ্চিমাদের আরেকটি প্রোপাগান্ডা।
তারা বলেন, ইসলামে বিবাহ একটি গুরুত্বপূর্ণ বিধান। বিগত ফ্যাসিস্ট সরকার বিভিন্নভাবে ইসলামের ওপর হস্তক্ষেপ করেছে, যার একটি হলো বিবাহে কর আরোপ করা।ইসলামের বলা আছে, যে বিবাহ সহজেই হয় সে বিবাহের আল্লাহর রহমত থাকে।
বক্তারা বলেন, পলাতক হাসিনা সরকার বিবাহের মতো একটি পবিত্র বিষয়েও অবৈধভাবে কর আরোপ করেছিল, যা সুস্পষ্টত ইসলামের অবমাননা। এতে করে যেমন যুবকদের চরিত্র নষ্ট করা হয়েছে, একইভাবে ব্যভিচারের দিকেও তা ধাবিত করতে সহায়তা রয়েছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকার ও আইন উপদেষ্টার প্রতি আহ্বান জানাচ্ছি, আগামী ৭ দিনের মধ্যে বিবাহের উপর আরোপিত এই অবৈধ কর প্রত্যাহার করতে হবে এবং সংশ্লিষ্ট যাবতীয় আইন বাতিল করতে হবে।
বাঁধন/সিইচা/সাএ
সর্বশেষ খবর
জাতীয় এর সর্বশেষ খবর