
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নে বিরোধপূর্ণ জমিতে ধানরোপণকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ৬ নারীসহ আহত ৮ জন আহত হয়েছে বলে জানা গেছে।
রবিবার (১৯ জানুয়ারি) দুপুরে উপজেলার ডোয়াইল ইউনিয়নের ভবানীপুর এলাকায় এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ও ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ডোয়াইল ইউনিয়নের ভবানীপুর পূর্ব পাড়া এলাকায় এক একর আশি শতাংশ ফসলি জমি নিয়ে জাহাঙ্গীর আলমের সাথে প্রতিবেশী আলামিন মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। রবিবার সকালে ভোগদখলী জমিতে ধান লাগাতে গেলে জাহাঙ্গীরের সঙ্গে আলামিন ও তার লোকজনের কথা কাটাকাটির একপর্যায়ে হামলার ঘটনা ঘটে।
প্রতিপক্ষের হামলায় জাহাঙ্গীর আলম, কহিনুর বেগম, সালমা বেগম, হালিমা বেগম, সেলিনা আক্তার, ফাহিমা বেগম, মেহেদী হাসানসহ ৮ জন গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও র্যাব ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এ ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো জাহাঙ্গীর আলম, ছেলে অমিত হাসান, আলামিন ও তার ভাই রনি মিয়া।
এ ব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ চাঁদ মিয়া বলেন, মারামারির ঘটনায় খবর পেয়ে পুলিশ ও র্যাব সদস্যরা ঘটনাস্থলে যায়। এ ঘটনায় মারধরের সাথে জড়িত ৪ জনকে আটক করা হয়েছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর