
যশোরের পল্লীতে নিখোঁজের ৩ দিন পর পুলিশ ইজিবাইক চালক রকির (২২) লাশ উদ্ধার করেছে। শনিবার (১৮ জানুয়ারি) রাতে পৌর কলেজ সংলগ্ন বুড়িগাঙ থেকে যশোর পিবিআই ও থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।
নিহত রকি উপজেলার পুড়াহুদা গ্রামের লিয়াকত হোসেনের ছেলে। হত্যাকাণ্ড ঘটনায় জড়িত সন্দেহে তিন যুবককে গ্রেফতার করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইজিবাইক চালক রকি (২২) গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে প্রতিদিনের মত ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন। কিন্তু সকাল গড়িয়ে দুপুর হয়ে রাত পার হলেও রকি বাড়ি ফেরেননি।
ফলে পরিবারের লোকজন চিন্তিত হয়ে পড়েন এবং বিভিন্ন জায়গায় খোঁজখবর নিতে থাকেন। তারপরও তার হদিস পাওয়া যায়নি। এই অবস্থায় রকির পিতা লিয়াকত হোসেন ১৮ জানুয়ারি চৌগাছা থানায় সাধারণ যায়েরি করেন।
নিখোঁজের বিষয়টি তদন্তের জন্য যশোর পিবিআইকে দায়িত্ব দেওয়া হয়। এরপর পিবিআই দ্রুত তদন্ত শুরু করে। তদন্তের একপর্যায় মোবাইলের সূত্র ধরে পুড়াহুদা গ্রামের সোহানুর রহমান (২০), ইছাপুর গ্রামের সজল হোসেন (২২) ও পাঁচনামনা গ্রামের সুজন (২১) কে আটক করে।
আটকের পর তাদের দেয়া তথ্য মতে শনিবার রাতে সোহাগ হোসেন রকির লাশ পৌরসভাস্থ্য পৌর কলেজ সংলগ্ন বুড়িগাঙের কচুড়ির ভিতর থেকে উদ্ধার করেন। উদ্ধারকৃত নিহতের লাশ রবিবার সকালে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহতের স্বজনরা জানান, রকি ইজিবাইক চালিয়ে সংসার চালাতো। প্রতিদিন রাত ৮/৯ টার মধ্যে বাসায় ফিরত। ওইদিন বাড়িতে না আসায় আমরা ব্যাপক খোঁজাখুজি করি। তারপরও তাকে খুঁজে পাওয়া যায়নি। পরবর্তীতে থানায় গিয়ে জিডি করা হয়।
থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ কামাল হোসেন জানান, হত্যার ঘটনায় জড়িত তিন জনকে গ্রেফতার করা হয়েছে। ইজিবাইক উদ্ধারসহ হত্যার আলামত উদ্ধারে যশোর পিবিআই ও থানা পুলিশ কাজ করছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর