সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে অ্যাডভোকেট আব্দুল হক (১৭৪ ভোট) ও সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট নুরে আলম সিদ্দিকী উজ্জ্বল (২৫০ ভোট) নির্বাচিত হয়েছেন।
রোববার (১৯ জানুয়ারি) সুনামগঞ্জ আইনজীবী সমিতির ভবনে সকাল ৯টায় শুরু হওয়া নির্বাচনে ৩৮৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন বিকেল ৪ টা পর্যন্ত।
নির্বাচন কমিশনার হিসেবে দ্বায়িত্ব পালন করেন অ্যাডভোকেট ছৈইল মিয়া, অ্যাডভোকেট কামাল হোসেন, অ্যাডভোকেট জমির উদ্দিন। রাতে ১০ টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।
সভাপতি পদে অপর প্রতিদ্বন্দ্বীরা হলেন অ্যাডভোকেট আব্দুল হামিদ (১৩৭ ভোট), অ্যাডভোকেট রবিউল লেইস রোকেস (৫৭ ভোট), অ্যাডভোকেট বদর উদ্দিন (১৬ ভোট)।
সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বী ছিলেন অ্যাডভোকেট হুমায়ুন কবির (১৩১ভোট)।
নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আজাদুল ইসলাম রতন,সহ-সভাপতি অ্যাডভোকেট মো: আবুবকর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
যুগ্ম সম্পাদক পদে অ্যাডভোকেট মাহবুবুল হাসান শাহীন (১৮৮ ভোট) নির্বাচিত হন। এ পদে প্রতিদ্বন্দ্বী ছিলেন অ্যাডভোকেট আবুল বাসার (১৭৬ ভোট)। সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট যুবায়ের আবেদীন,অর্থ সম্পাদক পদে অ্যাডভোকেট মহসিন রেজা মানিক,পাঠাগার সম্পাদক পদে অ্যাডভোকেট মুশফিকুর রহমান পীর,সমাজ কল্যাণ ও ক্রীড়া সম্পাদক পদে ফরহাদ উদ্দিন,সাহিত্য ও সংস্কৃতির সম্পাদক পদে অ্যাডভোকেট আকিক মিয়া,মহিলা বিষয়ক সম্পাদক পদে ফাতেমা আক্তার রেখা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
কার্যকরী সদস্য ৫টি পদের জন্য ৭ জন প্রতিদ্বন্দ্বী ছিলেন। ১১ জানুয়ারি সাংবাদিক ও আইনজীবী আনোয়ার হোসেন মৃত্যুবরণ করায় ৬ প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়। এর মধ্যে অ্যাডভোকেট মোহাম্মদ হুমায়ুন কবির সর্বোচ্চ ভোট (৩২৭ ভোট) পেয়েছেন,অ্যাডভোকেট ছাইদুর রহমান তালুকদার (৩০৯ ভোট),অ্যাডভোকেট জুলহাস মিয়া (২৭২ ভোট), অ্যাডভোকেট আফিজ মিয়া(২৫৪ ভোট ), অ্যাডভোকেট রজত কান্তি সরকার (২৩৬ ভোট) নির্বাচিত হন। এ পদে অপর প্রতিদ্বন্দ্বী ছিলেন অ্যাডভোকেট গৌরাংগ পদ দাশ।
সুনামগঞ্জ জেলা বিএনপির সম্মানিত সদস্য (স্বাক্ষর দায়িত্বপ্রাপ্ত) আব্দুল হক সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন। অ্যাডভোকেট নুরে আলম সিদ্দিকী উজ্জ্বল নবনির্বাচিত সাধারণ সম্পাদক সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতি। তিনি সাবেক সাধারণ সম্পাদক সুনামগঞ্জ জেলা ছাত্রলীগ। সাবেক দপ্তর সম্পাদক সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ। এছাড়াও নির্বাচিতদের মধ্যে বেশিরভাগ আওয়ামি লীগের নেতাকর্মী রয়েছে বলে জানা গেছে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর