
ময়মনসিংহের হালুয়াঘাটে নাতির ছুরিকাঘাতে নানা খুন হয়েছে। সোমবার সকালে উপজেলার ভূবনকুড়া উইনিয়নের লক্ষীকুড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধে নাতি রায়হান তার নানা ইসরাফিল (৪০)কে ছুরিকাঘাত করে খুন করে।
নিহতের বড় ভাই গোলাম মোস্তফা জানায়, মতিন ও খুন হওয়া ইসরাফিল তার সহোদর ভাই। অভিযুক্ত খুনি রায়হান খুন হওয়া ইসরাফিরে বড় ভাই মতিনের মেয়ের ঘরের নাতি।তার বাবার বাড়ি পার্শ্ববর্তী কুমারগাতী গ্রামে থাকলেও সে শৈশব থেকে লক্ষীকুড়া গ্রামে নানার বাড়িতে অবস্থান করে আসছে। ভাইদের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে নিয়ে বিরোধ চলে আসছিল।
ঘটনার দিন সকালে জমি চাষাবাদ করতে গেলে প্রথমে বড় ভাই মতিনের সাথে গোলাম মোস্তফার কথা কর্তনের এক পর্যায়ে মারধর করলে অন্য ভাই ইসরাফিল তাকে রক্ষা করতে এগিয়ে আসলে পিছন থেকে নাতি রায়হানের হাতে থাকা ছুরি দিয়ে পিছন থেকে আঘাত করে মাটিতে ফেলে দিয়ে বুকের উপর চেপে উপর্যোপুরি আঘাত করলে ঘটনাস্থলেই ইসরাফিলের মৃত্যু হয়।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে হালুয়াঘাট সার্কেলের এএসপি সাগর সরকার ও হালুয়াঘাট থানার ওসি আবুল খায়ের ঘটনাস্থল পরিদর্শন করেন। অভিযুক্তদের আটকের চেষ্টা অব্যাহত আছে বলে জানান ওসি।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর