লক্ষ্মীপুরে দ্রুত গামী ডাম্প ট্রাক চাপায় অটোরিকশাতে থাকা দুই যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে অপর যাত্রী আজাদ হোসেন। ঘটনার পর থেকে অটোরিকশা চালকের সন্ধান নেই।
এ ঘটনায় বিক্ষুব্ধ জনগণ বেশকিছু গাড়ি ভাঙচুর করে। হামলা করে এক চালকের ওপর। পুলিশ তাকে রক্ষা করতে গেলে এস আই নুরুল ইসলামকে মারধর করে। ওইসময় একটি ডাম্প ট্রাক ভাঙচুর করার সময় ভিডিও ফুটেজ দারুণ করতে গেলে দুইটি বেসরকারি টেলিভিশনের ক্যামেরাম্যান মো. সুমন ও আকাশের ওপর হামলা করে বিপদগামী কয়েক যুবক।
সোমবার (২০ জানুয়ারি) দুপুর লক্ষ্মীপুরের মজু চৌধুরী হাট টু ভোলা-বরিশাল সড়কের কালিরচর রাস্তা মাথায় এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন, সদর উপজেলার টুমচর ইউনিয়নের জগৎবাড়ী গ্রামের আব্দুল রাজ্জাকের ছেলে মুরাদ (৪৫) ও একই উপজেলার চর রহমনী মোহন ইউনিয়নের চর আলী হাসান গ্রামের মুনসুর আহেমের ছেলে মো. মুরাদ হোসেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, বেলা সাড়ে ১১টার দিকে চর আলী হাসান থেকে একটি অটোরিকশা যোগে কয়েকজন যাত্রী নিয়ে অটোরিকশাটি মজু চৌধুরী হাট সড়কে প্রবেশ করলে মজু চৌধুরী হাট থেকে ছেড়ে আসা একটি বালু ভর্তি ডাম্প ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই যাত্রী মুরাদ হোসেন মারা যান। গুরুত্ব অবস্থায় উদ্ধার করে যাত্রী আনোয়ার ও আজাদকে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত মুরাদকে মৃত ঘোষণা করেন। উন্নত চিকিৎসা করার জন্য আজাদকে ঢাকা মেডিকেলে রেফার করে।লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ দুই জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর