যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থীদের গবেষণায় সংযুক্ত ও উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন।
পোস্টার প্রেজেন্টেশন আকারে শিক্ষার্থীরা তাদের মনে মধ্যে উঁকি দেওয়া নতুন গবেষণার ধারণা উপস্থাপনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করার ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রবিবার (১৯ জানুয়ারি) যবিপ্রবির অফিসিয়াল ওয়েবসাইটে জীব বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের সকল বর্ষের স্নাতক ও স্নাতোকোত্তর পর্যায়ে ২৫শে জানুয়ারি অনুষ্ঠাতব্য 'বিশ্ববিদ্যালয় দিবস ২০২৫' উদ্যাপন উপলক্ষ্যে পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতায় শিক্ষার্থীরা উদ্ভাবনী আইডিয়া/প্রকল্প/গবেষণা ইত্যাদি সংক্রান্ত পোস্টার উপস্থাপন করবে । স্নাতক পর্যায়ে উদ্ভাবনী আইডিয়া/প্রকল্প/গবেষণা ও স্নাতোকোত্তর পর্যায়ঃ প্রকল্প/গবেষণা- দুই ক্যাটাগরিতে পোস্টার প্রেজেন্টেশন হবে। এছাড়া স্নাতক ও স্নাতোকোত্তর উভয় পর্যায়ে প্রথম ১০ জনকে পুরস্কার প্রদান করা হবে । বিজয়ীদের মধ্যে ১ম পুরস্কার- ৫ হাজার টাকা, ২য় পুরস্কার- ৪ হাজার টাকা, ৩য় পুরস্কার- ৩ হাজার টাকা ও ৪র্থ থেকে ১০ম পর্যন্ত - ১ হাজার টাকা প্রদান করা হবে। এছাড়া বিজয়ীদের ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হবে।
বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং (বিএমই) বিভাগের শিক্ষার্থী মহিউদ্দিন বলেন, এ ধরনের আয়োজন নিঃসন্দেহে একটি প্রশংসনীয় ও ব্যতিক্রমী উদ্যোগ। পোস্টার প্রেজেন্টেশনের মাধ্যমে যে নতুন আইডিয়া ও গবেষণার ধারণাগুলো আসবে সেগুলোর বাস্তব রূপ দানে বিশ্ববিদ্যালয় ও সরকারের পক্ষ হতে ফান্ডিং করলে শিক্ষার্থীরা আরো গবেষণামুখী হবে।
এ ধরনের আয়োজনে উদ্দেশ্য সম্পর্কে জানতে চাইলে জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণায় উদ্বুদ্ধ করতেই আমরা এই ধরনের আয়োজনের সিদ্ধান্ত নিয়েছি। এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে লুকিয়ে থাকা নতুন আইডিয়া ও গবেষণা ধারণাগুলো বের হয়ে আসবে, তাদের চিন্তার নতুন দ্বার উন্মোচিত হবে, বিজ্ঞান ও প্রযুক্তিতে বিশ্ববিদ্যালয় ও দেশকে এগিয়ে নিয়ে যাবে।
উল্লেখ্য, ২৫ জানুয়ারি সকালে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন, আনন্দ শোভাযাত্রা, কেক কাটা, বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ রাস্তায় শিক্ষার্থী কর্তৃক আল্পনা আঁকা, কেন্দ্রীয় খেলার মাঠে পিঠা উৎসব, আলোচনা সভা ও সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদ্যাপন করবে যবিপ্রবি।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর