
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এ ন এ স আ ই) সুনামগঞ্জের তাহিরপুর অভিযান চালিয়ে ১৭২ বস্তা ভারতীয় কয়লা জব্দ করেছে। সোমবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নে এ অভিযান পরিচালনা করে সুনামগঞ্জ এ নএ স আ ই টিম।
জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টা থেকে সাড়ে ৭ টা পর্যন্ত উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের তরণ গ্রামের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে এ ন এ স আ ই টিম। প্রথমে ৫২ বস্তা কয়লা জব্দ করা হয় এবং পরবর্তী অভিযানে একই গ্রামের হুমায়ুন আহমেদ এর বসত বাড়ি থেকে ১২০ বস্তা কয়লা জব্দ করা হয়। মোট ১৭২ বস্তা কয়লা জব্দ করে এ ন এ স আ ই টিম।
জব্দকৃত অবৈধ কয়লা গুলো উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেম এর উপস্থিতিতে একজন মেম্বার এর জিম্মায় রাখা হয়।
অভিযানে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার, টেকেরঘাট পুলিশ ফাঁড়ির সাথে সমন্বয় করা হয়েছে বলে সুনামগঞ্জ এন এ স আ ই টিম জানিয়েছেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর