![BD24LIVE.COM](https://www.bd24live.com/bangla/public/logo-bd24live.png)
বিবাহ সম্পাদনে আরোপিত কর বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। এর ফলে বিয়ে করতে আর কর দিতে হবে না।
মঙ্গলবার (২১ জানুয়ারি) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। আসিফ নজরুল বলেন, বিবাহ সম্পাদনে আরোপিত একটি কর ছিল। আইন মন্ত্রণালয় এই অযৌক্তিক কর আরোপ বাতিল করেছে।
এ ছাড়া বিবাহ নিবন্ধন ফরমে কিছু পরিবর্তন আনা হয়েছে বলেও জানান আইন উপদেষ্টা। তিনি জানান, ফরমের একাংশে কন্যা কুমারী, বিধবা অথবা তালাকপ্রাপ্ত নারী কি না, তা জানাতে হয়। কুমারী শব্দটি নারীর জন্য অমর্যাদাকর। এ জায়গায় অবিবাহিত প্রতিস্থাপন করা হয়েছে।
বাঁধন/সিইচা/সাএ
সর্বশেষ খবর