ফ্রি ফায়ার গেমসের আইডিকে কেন্দ্র করে হৃদয় নামের এক তরুণকে নির্মমভাবে হত্যা করে বন্ধু আব্দুল আমিন ও তার সহযোগীরা। এ ঘটনায় নিহতের বন্ধু আমিনকে (২০) গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ। এরপরই হৃদয় হত্যার চাঞ্চল্যকর সব তথ্য বেরিয়ে এসেছে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) সকালে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার গ্রেপ্তার ও হত্যার রহস্য উদঘাটনের তথ্য নিশ্চিত করেন।
এর আগে সোমবার (২০ জানুয়ারি) রাতে কুমিল্লার বুড়িচং থানার আবিদপুর গ্রামের নানা বাড়ি থেকে আব্দুল আমিনকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার আব্দুল আমিন কুমিল্লার চান্দিনা থানার সাদবাড়ীয়া গ্রামের সুলতান আহমেদের ছেলে। তিনি গাজীপুরের কাশেমপুর থানার মাদবপুর শিবরামপুর গ্রামে ভাড়া বাসায় থাকতেন।
পুলিশ জানায়, গত ২৮ ডিসেম্বর বিকেলে হৃদয় বন্ধুদের সঙ্গে কবিরপুর বেতার কেন্দ্রের ভেতরে খেলতে করতে যান। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। ৬ দিন পর মাটিচাপা অবস্থায় মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ তদন্ত করে নিহত হৃদয়ের বন্ধু আব্দুল আমিনকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার লেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় কুমিল্লা থেকে হৃদয় হত্যার আসামি আব্দুল আমিনকে গ্রেপ্তার করা হয়েছে। মূলত ফ্রি ফায়ার গেমসের আইডিকে কেন্দ্র করে হৃদয়কে হত্যা করা হয়েছিল। হৃদয়ের ব্যবহৃত মোবাইল ফোনটি হত্যাকারীরা নিয়ে যায়। পরে তাকে মাটিতে পুঁতে রেখে হত্যাকারীরা পালিয়ে যায়।
তিনি বলেন, এ ঘটনায় তদন্ত করে নিহত হৃদয়ের ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার ও হত্যাকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
বাঁধন/সিইচা/সাএ
সর্বশেষ খবর