নড়াইলে ৪ বোতল মদসহ বাঁধন বিশ্বাস (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গতকাল মঙ্গলবার (২১ জানুয়ারি) রাতে সদর থানার পৌরসভার পাসপোর্ট অফিস হতে মুলিয়াগামী বট গাছের সামনে পাঁকা রাস্তার উপর হতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার বাঁধন বিশ্বাস নড়াইল সদর থানার ভাদুলীডাঙ্গা গ্রামের উত্তম বিশ্বাসের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ শাহাদারা খান (পিপিএম) এর তত্ত্বাবধানে এসআই মোঃ অহিদুর রহমান ও এএসআই নাহিদ নিয়াজ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে পৌরসভার দক্ষিণ নড়াইল গ্রামস্থ পাসপোর্ট অফিস হতে মুলিয়াগামী বট গাছের সামনে পাঁকা রাস্তার উপর হতে বাঁধন বিশ্বাসকে গ্রেপ্তার করে। এ সময় আসামির নিকট থেকে ৪ বোতল মদ জব্দ করা হয়।
নড়াইল জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহাদারা খান (পিপিএম) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বিডি২৪লাইভকে বলেন, এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর