অভিজ্ঞতা ও কর্মের মুল্যায়ন। প্রাপ্তির স্বীকার কৃতজ্ঞতা। মনোরম পরিবেশে আয়োজন। সবার সাথে পরিচয়। মিলন মেলা । খেলাধুলা হই হুল্লোড়। জয় পরাজয়। র্যাফেল ড্র ও পুরস্কার প্রদান। ট্রেনিং কর্মশালা, জ্ঞান বির্তক।থাকা খাওয়া আর সাংস্কৃতির নৃত্য। সর্বশেষ সেরা প্রতিনিধি বাছাই। সনদ পত্র বিতরণ।সবই করেছে দেশের শীর্ষ স্থানীয় অনলাইন বিডি২৪লাইভ ডটকম।
সব কিছুকে আলোকিত করেছে ৫জনের কর্মের মুল্যায়ন। শতাধিক সহকর্মীর মধ্যে ছিলো আনন্দঘন পরিবেশ। বিভিন্ন ইস্যূতে ঐক্যবদ্ধ ছিলো বিডি২৪লাইভ ডটকম টিম । যেমনই মেধায় সেরা বিডি২৪লাইভ.ডটকম। তেমনি খেলায় সেরা হয়েছে বিডি২৪লাইভ ডটকম। সবকিছুকে ছাপিয়ে আলোচনায় বর্ষসেরা ৫ সাংবাদিকের পারফমেন্স। কেন তারা পুরস্কার প্রাপ্ত হলেন সেই নেপথ্যে কাহিনী। মনোনয়ন পেয়েছিলেন অনেকেই। বিজয়ী হলেন পাঁচজন। বাকিরা হতাশ নন। তারা যুদ্ধ চালিয়ে যাবেন আগামীর জন্য। সবাইকে সান্ত¡না দিয়েছেন সম্পাদক ও প্রকাশক আমিরুল ইসলাম আসাদ। নিজেদের পারফরমেন্স বিবেচনায় সেরা হয়েছেন যে পাঁচজন।
গাজীপুর রিসোর্ট মিলনায়তনে অনুষ্ঠিত বার্ষিক সম্মেলনে সারাদেশে মোট ৫জনকে এই সম্মাননা এ্যাওয়ার্ড প্রদান করা হয় । গত মঙ্গলবার ঢাকার গাজীপুর সাব বাড়ি রিসোর্টে একটি অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের মধ্যে সম্মাননা স্মারক ও সনদ পত্র তুলে দেন পত্রিকার প্রধান সম্পাদক আমিরুল ইসলাম আসাদ ।। বিডি২৪লাইভ ডটকম ও প্রিন্ট মিডিয়া দৈনিক প্রতিদিনের কাগজ এর উদ্যোগে দুইদিন ব্যাপী কর্মশালা প্রশিক্ষণ ও প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুসন্ধানী সাংবাদিকতায় আজীবন সম্মাননা ও সনদ পেলেন দুইজন বিশেষ প্রতিনিধি। এই দুইজন অনলাইনের জন্মলগ্ন থেকেই কর্মরত রয়েছেন। পত্রিকার সুসময় দুরসময় উভয় কূলে তাদের ভূমিকা রয়েছে। কখনও তারা পত্রিকাটির দূর্র্দিনে সরে যাননি। সব সময় সাপোর্ট দিয়ে গেছেন। কর্মক্ষেত্রে দীর্ঘ ১৫ বছরের পথচলায় ছিলেন সহযোদ্ধা হিসাবে সবার আগে। বিভিন্ন অনুসন্ধানী সংবাদ পরিবেশনে তারা ছিলেন আপোসহীন। এর মধো সাংবাদিকতায় ৩০ বছর পূর্ন করেছেন বিডি২৪লাইভের সিলেট বিভাগের বিশেষ প্রতিনিধি এম,এ আহমদ আজাদ। সেই উপলক্ষ্যে অনুসন্ধানী সাংবাদিকতার জন্য দেশের শীর্ষ স্থানীয় অনলাইন বিডি২৪লাইভ ডটকমের পক্ষ থেকে আজীবন সম্মাননা পান । সাংবাদিক এম, এ আহমদ আজাদ বিডি২৪লাইভ ডটকম ছাড়াও দৈনিক সমকাল, দৈনিক সবুজসিলেট, দৈনিক খোয়াই ও দৈনিক হবিগঞ্জের মুখ পত্রিকায় তার লেখা নিয়মিত প্রকাশিত হয়েছে। এম,এ আহমদ আজাদ বিডি২৪লাইভ ডটকম পত্রিকার জন্মলগ্ন থেকেই ছিলেন সক্রিয়। কোন গুরুত্বপূর্ন রিপোর্ট খুবই কম মিস করেন। অনুসন্ধানী সাংবাদিকতায় ছিলেন সক্রিয় ভুমিকা।
সংবাদ প্রকাশে উৎসাহ ও সাহস যোগান মফস্বল সম্পাদক রেজওয়ানুল ইসলাম বাঁধন। সংবাদ গুলো অফিসে পাঠানোর পর খুঁটিনাটি বিষয় ও ভুল ত্রুটি সংশোধন করে হেড লাইন করেন আর্কষণীয়। এছাড়া বিডি২৪লাইভের সাব এডিটর টিমের সার্পোট। কর্মক্রেত্রে চাঞ্চল্যতা ফিরে এসেছে টিম লিটার প্রধান সম্পাদক আমিরুল ইসলাম আসাদ দক্ষ নির্দেশনার জন্য। একজন ঘুমন্ত রিপোর্টারকে জাগিয়ে তুলেছেন তিনি ও তাঁর টিম। এই টিমে আছেন, মীর আনোয়ার হোসেন, সাইফুল আলম সরকার, সালা উদ্দিন আহমদ, নাঈম হাসান. মীর জাহিদ হাসান শাকিল, রুহুল আমিন, মুনতাসির মামুন,মনির মাহমুদ,আলিফ হাসান ও রাকিবুর রহমানসহ আরো নাম না জানা অনেক।
বিডি২৪লাইভ ডটকমের ঢাকা অফিসের বিশেষ প্রতিনিধি খাইরুল আলম রফিক আজীবন সম্মাননা স্মারক ও সনদ পত্র পান । তিনিও পত্রিকার জন্মলগ্ন থেকেই কর্মরত রয়েছেন। বিভিন্ন সহযোগিতা করে যাচ্ছেন। এই জন্য তার কর্মের মুল্যায়ন করা হয়েছে। পাশাপাশি তিনি তিনি দৈনিক প্রতিদিনের কাগজের সম্পাদক ও প্রকাশক।
এছাড়া সেরা জেলা প্রতিনিধি হিসেবে সম্মাননা স্মারক ও সনদ পত্র পান সিরাজগঞ্জের সোহেল রানা, তিনি দীর্ঘ ১১ বছর যাবৎ বিডি২৪লাইভ ডটকমে দক্ষতার সাথে দায়িত্ব পালন করছেন। অনেক আলোচিত রিপোর্ট করেছেন। এছাড়াও আরো ৩ জন প্রতিনিধিকে বর্ষসেরা প্রতিনিধি মনোনয়ন দেয়া হয়। বাকি মনোনয়ন কৃত প্রতিনিধিরা ছিলেন বগুড়া জেলা প্রতিনিধি আব্দুল ওয়াদুদ ও কক্সবাজার জেলা প্রতিনিধি শাহিন মাহমুদ রাসেল । তাদেরকে পারফরমেন্স ক্ষেত্রে পিছিয়ে পেলে চুড়ান্ত বিজয়ী হন সিরাজগঞ্জের সোহেল রানা ।তিনি বিডি২৪লাইভ ডটকম ছাড়াও আরও কয়েকটি প্রিন্ট মিডিয়াতে কর্মরত আছেন।
বর্ষসেরা মানবিক প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি এস,হোসেন আকাশ, তিনি বিডি২৪লাইভ ডটকমের জন্মলগ্ন থেকেই কর্মরত রয়েছেন। তিনি সাংবাদিকতার পাশাপাশি বিভিন্ন মানবিক কাজে কর্মরত রয়েছেন। তিনি কর্মক্ষেত্রে সচিবালয়ের একটি অগ্নিকান্ডের ঘটনায় অসাধারণ ভুমিকা পালন করেন। তিনি সাংবাদিকতার পাশাপািশ অগ্নিকান্ড নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে সমাজের মধ্যে প্রসংশিত হয়েছেন। তাই তাকে অফিসের সবাই মানবিক সাংবাদিক হিসাবে ঘোষনা করেছেন। কর্তৃপক্ষ একজন মানবিক সাংবাদিক হিসাবে পুরস্কার প্রদান করেছেন।
বর্ষসেরা বিশ্ব বিদ্যালয় ক্যাম্পাস প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যায়ের প্রতিবেদক আরিফ জাওয়াদ, তিনি একজন মেধাবি ছাত্র যেমন তেমনি একজন মেধাবি লেখক বটে। তার রির্পোটের এতোটা নির্ভুল স্বয়ং মফস্বল সম্পাদক বলেন আমার চেয়ে সে ভালো লেখক। তিনি উক্ত প্রতিষ্ঠানের নির্ভল একজন দক্ষ প্রতিনিধি হিসাবে পুরস্কার পেয়েছেন। তিনি সদ্য ঢাকা বিশ্ব বিদ্যালয় থেকে মার্স্টাস সম্পন্ন করেছেন।
সিলেটের বিশেষ প্রতিনিধি এম,এ আহমদ আজাদ তাঁর প্রতিক্রিয়ায় বলেন,সাংবাদিকতা জীবনের অনেক পুরস্কার ও সম্মাননা পেয়েছি। জাতীয় ভাবে সাংবাদিকতায় স্থানীয় সরকার পুরস্কার ২০১৩ পেয়েছি। এবার সেরা প্রতিনিধি হিসেবে বিডি২৪লাইভ ডটকম এর আজীবন সম্মাননা স্মারক পেয়েছি। এটা ছিলো ব্যতিক্রম অনুভূতি। সাংবাদিকতার ৩০ বছর পূর্তিতে দেশের শীর্ষ স্থানীয় অনলাইন বিডি২৪লাইভ.কম পক্ষ থেকে আজীবন সম্মাননা প্রদান করার জন্য কৃতজ্ঞতা স্বীকার করছি কর্তৃপক্ষের নিকট।
বিজয়ী সবার প্রতিক্রিয়া একটি কথাই বলেছেন সততার সাথে প্রধান সম্পাদক আমিরুল ইসলাম আসাদের নেতৃত্বে বিডি২৪লাইভ ডটকমের একটি স্পিরিট কাজ করে যাচ্ছে আমরা আগামীতে আরও সফল হবো।
এদিকে বিডি২৪লাইভ ডটকমের সদস্য র্যাফেল ড্র ও ক্রীড়া ক্ষেত্রে সফলতার অর্জন করেছেন। প্রতিটি ইভেন্টে বিজয়ী হয়েছেন বীরদর্পে। প্রতিপক্ষ দৈনিক প্রতিদিনের কাগজের কর্মরিা নাকানিচুবানি বিডি২৪লাইভ ডটকমের ক্রীড়াদলের কাছে। ক্রিকেটে ছিলো একক আধিপত্য। ডেক্সের মীর শাকিল করেছেন হেট্রিক। পরপর তিন উইকেট নিয়ে প্রমান করেছেন সেরা খেলোয়াড়। এক পর্যায়ে প্রতিদিনের কাগজের সম্পাদক খায়রুল আলম খোকন ভাই তাদেও পরাজয় মেনে টিমকে মাঠ থেকে প্রত্যাহার করেন। ফলে আম্পায়ার এম,এ আহমদ আজাদ বিডি২৪লাইভ ডটকট টিমকে বিজয়ী ঘোষনা করেন। ফুটবলে বিডি২৪লাইভ ডটকমের টিমে ছিলো আধিপত্য। নির্ধারিত সময়ে একটি গোল করলেও রেফারি ভিন্ন অজুহাতে গোল বাতিল করেন। পরে ট্রাইব্রেকাওে ৪-৩ গোলে বিডি২৪লাইভ ডটকমের টিম বিজয়ী হয়। সেখানে গোল রক্ষক হিসাবে আধিপত্য দেখার বিডি২৪লাইভ ডটকমের বগুড়া প্রতিনিধি আব্দুল ওয়াদুদ।
র্যাফেল ড্র তে পুরস্কার বিজয়ী হয়েছেন বিডি২৪লাইভ ডটকমের সিলেটের বিশেষ প্রতিনিধি এম,এ আহমদ আজাদ ও সাব এডিটর মীর জাহিদ হাসান শাকিল বিজয়ী হয়েছেন।
বাঁধন/সিইচা/সাএ
সর্বশেষ খবর