
পাবনার চাটমোহর থানা পুলিশ অভিযান চালিয়ে ১৩ ফিট লম্বা দশ কেজি ওজনের একটি গাঁজার গাছ সহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জানুয়ারি) রাতে উপজেলার ছাইকোলা ইউনিয়নের কাটেঙ্গা (নদীপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। বুধবার (২২ জানুয়ারি) গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো কাটেঙ্গা গ্রামের মৃত সিরাজুল ইসলাম চেরুর ছেলে সাজেদুল (৫৫) ও একই গ্রামের মৃত সায়েতুল্লাহর ছেলে আব্দুস সামাদ (৪৫)।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে পুলিশ সাজেদুলের বাড়ির ভিতরে রান্নাঘরের পাশে রোপণকৃত গাঁজা গাছ উদ্ধার করে এবং আব্দুস সামাদের শরীর তল্লাশি করে একশ গ্রাম শুকনো গাঁজা পাওয়া যায়। তাকে আটকের পরে তার স্বীকারোক্তিতে পরবর্তীতে সাজেদুলকে গ্রেপ্তার করা হয়।
চাটমোহর থানার ওসি (তদন্ত) নয়ন কুমার দাস জানান, এ ব্যাপারে থানায় মাদক আইনে মামলা হয়েছে। চাটমোহরে ১৩ ফিট লম্বা গাঁজার গাছ সহ দুইজন গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর