
জয়পুরহাট জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫২ বোতল ফেন্সিডিল সহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে।
জয়পুরহাট জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) উপপরিদর্শক জুলফিকার হায়দার জানান, জেলার পাঁচবিবি থানাধীন ধনঞ্জী ইউপির হাটখোলা এলাকায় কানযুল উলুম নূরানী একাডেমি ও বালিকা মাদ্রাসার সামনে পাকা রাস্তার ওপর মাদক বিরোধী অভিযান চালানো হয়।
এ সময় রেজাউল করিম (৩৮) নামে এক ব্যক্তির সাদা রঙের প্লাস্টিকের একটি ব্যাগের মধ্যে ৫২ বোতল ফেন্সিডিল সহ তাকে গ্রেফতার করা হয়। আসামীর বিরুদ্ধে পাঁচবিবি থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানায় ডিবি।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর