
জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভার সাবেক মেয়র আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান হাবিবকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (২২ জানুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন।
ডিবি পুলিশ জানায়, ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সময় বিশাল হত্যা ও ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর হামলায় মেহেদী হাসান হত্যা মামলার পলাতক আসামি হিসেবে হাবিবকে গ্রেফতার করা হয়। তিনি পাঁচবিবি পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ।
জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় সন্দেহজনক হিসেবে চলাফেরা করছিলেন পলাতক আসামি হাবিবুর রহমান হাবিব। এসময় স্থানীয় লোকজন তাকে আটক করে ঢাকা শিল্পাঞ্চল থানায় সোপর্দ করে। পরে শিল্পাঞ্চল থানার পুলিশ জয়পুরহাট সদর থানায় খবর দেয়।
পরে ডিবি পুলিশের একদল টিম হাবিবকে গ্রেফতার করে জয়পুরহাটে নিয়ে আসেন। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান ওসি।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর