![BD24LIVE.COM](https://www.bd24live.com/bangla/public/logo-bd24live.png)
বগুড়ার শেরপুর উপজেলায় সীমাবাড়ি ইউনিয়নে ১২ বছরের এক কিশোরিকে জোর পূর্বক ধর্ষণের অভিযোগে তামিম শেখ (১৭) ও টুটুল শেখ (১৭) নামের দুই কিশোরকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
বুধবর (২২ জানুয়ারি) দুপুরে তাদের জোল হাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো, সীমাবাড়ি ইউনিয়নের কালিয়াকৈর গ্রামের রঞ্জু শেখের ছেলে টুটুল ও একই এলাকার রুবেল শেখের ছেলে তামিম শেখ।
জানা যায়, গত মঙ্গলবার সকালে কালিয়াকৈর গ্রামের কিশোরী দুপুর ১২টার দিকে বাড়ির বাহিরে গেলে পূর্ব থেকে ওঁতপেতে থাকা প্রতিবেশী দুই কিশোর টুটুল ও তামিম তার মুখ চেপে ধরে টুটুলের বাড়িতে নিয়ে যায়। বাড়িতে কেউ না থাকার সুযোগে ওই শিশোরীকে রান্না ঘটে জোরপূর্বক টুটুল ধর্ষণ করে।
এসময় বাড়ির বাহিরে তামিম পাহাড়া দেয়। কাঁন্না করতে করতে বাড়িতে গিয়ে ওই কিশোরী বিষয়টি তার মাকে জানায়। পরে কিশোরীর মা বাদি হয়ে শেরপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে।
এ বিষয়ে শেরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, রাতেই অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। পরে বুধবার দুপুরে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর