
কুমিল্লা সদর দক্ষিণের লালমতি গ্রামের জমি ও গাছ নিয়ে দীর্ঘদিনের বিরোধের প্রেক্ষিতে কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন এর বিরুদ্ধে আনা অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন।
বুধবার (২২ জানুয়ারি) বিকালে কুমিল্লা নগরীতে লালমতি এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি করেন ভিপি আবদুল্লাহ। সংবাদ সম্মেলনে ভিপি আবদুল্লাহ তার বিরুদ্ধে প্রকাশিত প্রতিবেদনে তার নাম উল্লেখ করে জমি দখল ও গাছ কাটার অভিযোগ তোলা হয়, যার তিনি তীব্র নিন্দা জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে আবদুল্লাহ আল মামুন বলেন, আমি দীর্ঘ ৩০ বছর ধরে বিএনপির অঙ্গসংগঠনের রাজনীতির সঙ্গে জড়িত। বহু হামলা-মামলার শিকার হয়েছি, কিন্তু আদর্শ থেকে বিচ্যুত হইনি। আজ একটি মহল আমার রাজনৈতিক জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে ভিত্তিহীন অভিযোগ তুলে আমার সম্মানহানি করতে চায়।
তিনি বলেন, ২০১৯ সাল থেকে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের লালমতি গ্রামে মুন্সি বাড়ির জমি নিয়ে বিরোধ চলে আসছে। এ নিয়ে বহু সালিশ বৈঠক হলেও বিষয়টির সমাধান হয়নি। গত ১৮ জানুয়ারি স্থানীয় মুরুব্বিদের ডাকে তিনি সালিশে উপস্থিত হয়েছিলেন। সেখানে তিনি বিবাদমান পক্ষগুলোর সঙ্গে বসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন এবং বৈঠক শেষে চলে যান।
তবে, সম্প্রতি তার বিরুদ্ধে গাছ কাটার এবং জমি দখলের অভিযোগ এনে মিথ্যা সংবাদ প্রচার করা হয়েছে, যা তার রাজনৈতিক ক্যারিয়ারকে নষ্ট করার ষড়যন্ত্র বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, আমার উপস্থিতিতে কোনো গাছ কাটা হয়নি। আমি শুধু শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে সালিশ বৈঠকে গিয়েছিলাম। কিন্তু একটি চক্র এই ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে প্রতিবেদন করিয়েছে। এটি সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন।
এসময় সংবাদ সম্মেলনে লালমতি এলাকাবাসীর পক্ষে বিজয়পুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রব জিলানী চেয়ারম্যান বলেন, আমরা চেষ্টা করেছিলাম ভাইয়ে ভাইয়ের সমস্যাগুলো মিটমাট করতে। ভিপি আবদুল্লাহ এলাকাবাসী হিসেবে সালিশ করতে গিয়েছিলো।
সেখানে কোনো গাছ কাটার সাথে তার সম্পৃক্ততা নেই। এসময় সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, লালমতি গ্রামের বাসিন্দা খোরশেদ আলম চৌধুরী, ফারুক মুন্সী, আবুল কালাম, কামরুল ইসলাম টিপুসহ আরো অনেকে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর