
বাগেরহাটের মোরেলগঞ্জ পৌরসভার বয়রা তলা এলাকা থেকে উর্মিশা (২৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২২ জানুয়ারি) সকালে ওই গৃহিনীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট মর্গে প্রেরণ করেছেন থানা পুলিশ।
জানা গেছে, পৌর শহরের ৪নং ওয়ার্ডের বাসিন্দা শিব্বির তালুকদারের স্ত্রী উর্মিশা বুধবার ভোর রাতে নিজ বাড়িতে ঘরের সামনে একটি বড়ই গাছের সাথে শাড়ি পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সকালে বিছানায় স্ত্রীকে দেখতে না পেয়ে তার স্বামী ঘরের দরজা খুলে দেখে স্ত্রী গাছের সাথে ঝুলে আছে। পরে তার ডাক চিৎকারে বাড়ির অন্য লোকজন ছুটে এসে থানা পুলিশকে খবর দেয়।
ঘটনাস্থল থেকে সকাল ৭ টার দিকে থানা পুলিশ ওই গৃহিনীর লাশ উদ্ধার করে বাগেরহাট মর্গে প্রেরণ করেন। নিহত গৃহবধূ পার্শ্ববতী ভাইজোড়া গ্রামের সালেশার বড় মেয়ে। ৩ বছর পূর্বে শিব্বিরের সাথে তার বিবাহ হয়। তার খালেদ নামে চার মাসের একটি পুত্র সন্তান রয়েছে।
নিহত ওই গৃহিনীর পিতা-মাতা ও স্বজনরা উর্মিশাকে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখা হয়েছে বলে অভিযোগ করেন।
এ সম্পর্কে মোরেলগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাকিব হাসান বলেন, শহরের বয়রা তলা এলাকা থেকে এক গৃহিনীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাটে প্রেরণ করা হয়েছে। এ সংক্রান্ত একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
তবে, নিহতের স্বজনদের মৌখিক অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামী শিব্বির তালুকদার ও তার ভাই শাহিন তালুকদারকে থানা নিয়ে আশা হয়েছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর