বিএনপি'র কমিটি গঠনে ভোটার তালিকায় অনিয়মের প্রতিবাদ এবং পুনরায় ভোটের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন বাগেরহাট জেলা সদরের গোটাপাড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সহ-সভাপতি প্রার্থী নজরুল ইসলাম শেখ।
বুধবার (২২ জানুয়ারি) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের সম্মেলন কক্ষে লিখিত বক্তব্যের মাধ্যমে তিনি অনিয়ম ও ভোটের দাবিতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এ সময় তিনি তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী রুস্তম আলীর বিরুদ্ধেও নানাবিধ অভিযোগ উপস্থাপন করেন।
নজরুল ইসলাম শেখ তার লিখিত বক্তব্যে আরও বলেন, স্বৈরাচারী আওয়ামী লীগের সক্রিয় সদস্য একই এলাকার রুস্তম আলীকে নিয়ম বহির্ভূতভাবে ওয়ার্ড সদস্যের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। বিগত সময়ে সে আওয়ামী লীগের বিভিন্ন অনুষ্ঠানসহ মিছিল মিটিং এর প্রথম সারিতে অংশগ্রহণে করে জয় বাংলা স্লোগান দেয়। যার ছবি ও ভিডিও ফুটেজের বিষয়ে সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামসহ কমিটির অন্যান্য সদস্যদের লিখিতভাবে জানানো হয়েছে।
কিন্তু পরিকল্পিতভাবে হঠাৎ করে অর্থলোভী আওয়ামী এজেন্ট চক্রের মাধ্যমে রুস্তম আলির নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। তাছাড়া ভোটের দিন সকালে ব্যালট পেপারের ফাঁকা ঘরে তার নাম হাতে লিখে সহ-সভাপতি পদে মনোনীত প্রার্থী করা হয়।
এ বিষয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক ডাক্তার আব্দুর রহমান, সদস্য সচিব শহিদুল ইসলাম স্বপন সহ ইউনিয়ন সমন্বয়কদের অবহিত করি। কিন্তু তারা নিয়মনীতির তোয়াক্কা না করে অদৃশ্য ইশারায় অবৈধভাবে রুস্তম আলী শেখকে জয়যুক্ত ঘোষণা করে। একজন বিএনপি'র সমর্থক হিসেবে বিষয়টি আমার কাছে অত্যন্ত লজ্জাজনক।
তিনি বিষয়টি তদন্ত করে ঘটনার সাথে জড়িতদের দলীয় শৃঙ্খলা ভঙ্গের অপরাধের দায়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তাছাড়া রুস্তম আলির পদ বাতিলপূর্বক পুনরায় নির্বাচনের জন্য দলীয় নেতৃবৃন্দের প্রতি জোর দাবি জানান। এ সময় উপস্থিত ছিলেন আব্দুর রহমান, সাবিনা ইয়াসমিন এবং মোহাম্মদ ইদ্রিস আলী।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর