রাজশাহীতে ছাত্রাবাসে ঢুকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক সমন্বয়ককে মারধরের নেপথ্যে রয়েছে দুই তরুণের মধ্যে প্রেমঘটিত দ্বন্দ্ব। পুলিশের প্রাথমিক তদন্তে বিষয়টি উঠে এসেছে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) রাত ১১টার দিকে নগরীর ষষ্ঠীতলা এলাকার কিউট ছাত্রাবাসে ২০-২৫ জন মিলে নুরুল ইসলামের (শহীদ) ওপর হামলা চালায়।
হামলায় তিনি বাঁ হাতে আঘাত পেয়েছেন। তার শরীরেও আঘাতের চিহ্ন রয়েছে। তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন।
এ বিষয়ে নগরের বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ বলেন, হৃদয় ও মোস্তাক মিল্টন নামের দুই তরুণ এক মেয়েকে পছন্দ করেন। এ ঘটনায় ওই রাতে মিল্টনকে ষষ্ঠিতলা এলাকায় ধরে আনেন হৃদয়। সেখানে হৃদয়ের দুলাভাইও আসেন। খবর পেয়ে মিল্টনের লোকজন ধাওয়া দিলে হৃদয়ের দুলাভাই ছাত্রাবাসে গিয়ে ওঠেন। মেসে আটকে রাখার খবর পেয়ে হৃদয়ের লোকজন এসে হামলা করেন।
নুরুল ইসলাম শহীদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অন্যতম সমন্বয়ক। ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের লেভেল-২ এর দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদরে। চার বছর ধরে তিনি নগরের ষষ্ঠীতলা এলাকার “কিউট ছাত্রাবাস”-এ থাকেন।
বৃহস্পতিবার সকালে নুরুল ইসলাম জানান, মেসে নিজ কক্ষে রাতের খাবার খাচ্ছিলেন তিনি। এ সময় অপরিচিত এক ব্যক্তি ছাত্রাবাসে এসে প্রতিটি কক্ষের দরজা ধাক্কা দিয়ে কাউকে খুঁজছিলেন। তিনি দ্রুতই জানতে পারেন যে বাইরে থেকে এক ব্যক্তি এসে ছাত্রাবাসে পালিয়েছেন। তখন তিনিও খুঁজতে শুরু করেন। একপর্যায়ে শামীম নামের এক ব্যক্তিকে মেসের চারতলায় খুঁজে পান। এ সময় শামীমের পক্ষের ২০ থেকে ২৫ জন এসে কোনো কথা না বলেই তার ওপর হামলা করেন। তারা ছাত্রাবাসের মালিক রোকন উদ্দীনসহ অন্যদেরও মারতে থাকেন।
ছাত্রাবাসের মালিক রোকন উদ্দীন বলেন, “একটা প্যানিকের মধ্যে আছি। সবাই তো বাইরে থেকে পড়তে এসেছে। মেসে ঢুকে যেভাবে হামলা করেছে, এটা আন্দাজও করতে পারিনি। এর আগে হামলার সঙ্গে জড়িতদের কখনো আমি দেখিনি। তাদের ছাত্রও মনে হয়নি। শুনেছি, এরা হেতেম খাঁ এলাকার লোকজন। একটা প্রেমঘটিত সমস্যা থেকে এই হামলা হয়েছে। এই বিষয়ে আমাদের মেসের কেউ আগে থেকে কিছুই জানত না।”
ওসি মেহেদী মাসুদ বলেন, ঘটনার পর পুলিশ ওই মেসে গিয়েছিল। এখনো কোনো ধরনের অভিযোগ পাননি তারা। এ ব্যাপারে অভিযোগ দিলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
রার/সা.এ
সর্বশেষ খবর