
রাজবাড়ি পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নের হাজরাপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে বুধবার রাতে বিল্লাল হোসেন (২৮) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বিল্লাহ ওই গ্রামের মো: আলাউদ্দিনের ছেলে ও চার সন্তানের জনক।
জানা যায়, বুধবার রাত ১১টার দিকে গলায় দরি পেঁচিয়ে গোয়াল ঘরের আড়ার সাথে বিল্লালকে ঝুলতে দেখে পিতা আলাউদ্দিন। পরে তার শোর চিৎকারে পরিবারের লোকজন এগিয়ে এসে দরি কেটে নিচে নামিয়ে দেখেন সে মারা গেছে।
এ বিষয়ে পাংশা থানা অফিসার ইনচার্জ মো: সালাউদ্দিন বলেন, সংবাদ পেয়ে আমাদের থানা পুলিশের একটি ইউনিট ঘটনাস্থলে যান এবং মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন। প্রাথমিকভাবে এটাকে আত্মহত্যা মনে হলেও ময়নাতদন্ত রিপোর্ট ছাড়া মৃত্যুর প্রকৃত কারণ বলা সম্ভব হচ্ছে না।
তিনি আরও বলেন, নিহত বিল্লাল দুটি বিয়ে করেছেন। তার চারটি সন্তান রয়েছে। সে মাদকাসক্ত ছিলো এবং তার নামে একাধিক মাদক মামলা রয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর