জামালপুরের সরিষাবাড়ীতে দাম্পত্বকলহে আত্মহত্যার পথ বেছে নিল এলজিইডি অফিসের অস্থায়ী কর্মচারী।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে সরিষাবাড়ী রেলওেয়ের স্টেশন এলাকায় ৪২৪/৯ হতে ৪২৫/০ কি: মি: এর মধ্যে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে ছানোয়ার হায়দার (৩৫) আত্মহত্যা করে। নিহত ছানোয়ার হায়দার নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার নয়াটোলা গ্রামের আব্দুল হামিদএর পুত্র বলে জান গেছে।
স্টেশন ও স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে ভূয়াপুরগামী ৩৭ নং আপ লোকাল ট্রেন সরিষাবাড়ী স্টেশনে প্রবেশের আগেই রেললাইনের পাশে দাঁড়িয়ে থাকা ছানোয়ার হায়দার চলন্ত ট্রেনের নিচে ঝাপিয়ে পড়েন। এতে তার শরীর কয়েক খণ্ড হয়ে যায়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে। ছানোয়ার হায়দার উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের অধীন আউট-সোর্সিং পদ্ধতিতে এডিবি’র জরুরি সহায়তা বন্যায় ক্ষতিগ্রস্ত গ্রামীণ অবকাঠামো পুনর্বাসন প্রকল্প (এলকে এস এস-এইচআরসি)এর আওতায় কার্যসহকারী পদে অস্থায়ী ভিক্তিতে কর্মরত ছিলেন। সরিষাবাড়ী থানা ও জিআরপি পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
এ ব্যাপারে সরিষাবাড়ী রেলওয়ে নিরাপত্তা বাহিনীর এ এস আই আশীষ কুমার দে বলেন, সকালে ট্রেনে ঝাঁপ দিয়ে এলজিইডি অফিসের ছানোয়ার হায়দার নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছে। পরে মরদেহ উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
জানতে চাইলে সরিষাবাড়ী রেলওয়ে স্টেশন মাস্টার আসাদুজ্জামান বলেন, জানতে পেরেছি একলোক এক নম্বর রেললাইনের পার্শ্বে দাঁড়িয়ে ছিলেন। ৩৭ নং আপ লোকাল ট্রেনটি ট্রেশনে প্রবেশের কিছু দুরে চলন্ত ট্রেনে রেললাইনে ঝাঁপ দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম জানান, আমাদের দপ্তরে কর্মরত কার্যসহকারী (অস্থায়ী) পদে কর্মরত ছানোয়ার হায়দারএর পরিবার সূত্রে জানতে পারলাম পারিবারিক কলহের জেরে সে আত্মহত্যা করেছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর