চলমান বিপিএলের লিগ পর্বে আট ম্যাচ খেলে আটটিতেই জিতেছিল রংপুর রাইডার্স। আর তাতেই প্রথম দল হিসেবে নিশ্চিত হয় প্লে-অফও। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) চট্টগ্রাম পর্বের শেষ দিনে নবম ম্যাচ খেলতে নেমেই আসরের প্রথম ধাক্কা খেল নুরুল হাসান সোহানের দল। উড়তে থাকা উড়তে থাকা রংপুরকে আছড়ে ফেলল দুর্বার রাজশাহী।
অথচ তারা নয় ম্যাচের তিনটিতে জিতে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার দ্বারপ্রান্তে। কাগজে-কলমে, পারফরম্যান্সে অনেকটা পিছিয়ে থাকা সেই রাজশাহীর কাছে হেরেই জয়রথ থামল রংপুরের।
এদিন রাজশাহীর ব্যাটাররা ১৭০ রানে থামার পর তাসকিন আহমেদ ও এসএম মেহেরবের বোলিংয়ে শুরুতেই রংপুরের টপ অর্ডার গুঁড়িয়ে দেয়। মাঝে সাইফ হাসান ও শেষের দিকে সোহান, মোহাম্মদ সাইফউদ্দিন জ্বলে উঠলেও জয় ছিনিয়ে নিতে দেননি রায়ান বার্ল। জিম্বাবুয়ের স্পিনারের ২২ রানের ৪ উইকেটে জয়টা শেষ পর্যন্ত হয়েছে রাজশাহীরই। রংপুরকে ২৪ রানে হারিয়ে সেরা চারে যাওয়ার আশা টিকিয়ে রাখল তাসকিনরা। রাজশাহীর অধিনায়ক হিসেবে এটিই তাসকিনের প্রথম জয়।
শাকিল/সাএ
সর্বশেষ খবর