
মাদক মামলায় জেলহাজত খেটেছে এক প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। সে অপরাধে তাকে সাময়িক বরখাস্ত করেছে শিক্ষা বিভাগ।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয়ের একটি অফিস আদেশে এ শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়। ঘটনাটি নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার।
সূত্র জানায়, নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়নের মেলাবর টটুয়া ডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দেলোয়ার হোসেনের নামে বিজ্ঞ চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত রংপুরে ১৮ মার্চ ২০২৪ সালে একটি মাদক মামলা দায়ের হয়। ওই শিক্ষককে ১ মে ২০২৪ সালে পুলিশ গ্রেফতার করে।
তিনি এক মাস দুই দিন হাজত খাঁটার পর জামিনে বেড়িয়ে আসেন। গ্রেফতারপূর্বক জেলহাজতে প্রেরণ করায় মেলাবর টটুয়া ডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দেলোয়ার হোসেনকে সাময়িক বরখাস্ত করেছে নীলফামারী জেলা প্রাথমিক শিক্ষা অফিস। গত ২০ জানুয়ারি নীলফামারীর জেলা শিক্ষা অফিসের স্মারক নং ১২৫নং অফিস আদেশে এ সাময়িক বরখাস্ত করা হয়।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুর মোহাম্মদ বলেন, বিজ্ঞ চীফ মেট্রোপলিটন ম্যাজিস্টেট আদালত রংপুর হতে প্রাপ্ত জাবেদা নকল মোতাবেক মেলাবর টটুয়ার ডাংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দেলোয়ার হোসেনকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সাময়িক বরখাস্ত করে একটি আদেশ দিয়েছেন।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর