বগুড়ার শেরপুর উপজেলার বিভিন্ন দেওয়ালে “জয় বাংলা ও শেখ হাসিনাতেই আস্থা” লেখায় স্থানীয়রা জনি (২৩) নামের এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বেলা ১১টার দিকে কুসুম্বি ইউনিয়নের বনমরিচা এলাকায় এ ঘটনা ঘটে। সে শেরপুর সরকারি কলেজের ছাত্রলীগের সাবেক সদস্য ও কলেজরোড এলাকার মৃত শরিফুল ইসলামের ছেলে।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায় ও উপজেলা যুবদলে যুগ্ম আহ্বায়ক সবুজসহ স্থানীয়রা জানান, গত বুধবার সকালে শেরপুর সরকারি কলেজের দেয়ালে, বনমরিচা বটতালার বিভিন্ন দেওয়ালে “জয় বাংলা, “শেখ হাসিনাতেই আস্থা” এসব লেখা দেওয়ালে দেখতে পায়। বিষয়টি নিয়ে এলাকার মধ্যে ব্যাপক আলোচনা হয়।
পরে আমরা দেওয়ালের লেখা মুছে ফেলতে নিলে শেরপুর সরকারি কলেজের ছাত্রলীগের সভাপতি জান্নাতের ছোট ভাই ও অত্র কলেজে ছাত্রলীগের সাবেক সদস্য জনি মোবাইলে আমাদের জানান দেওয়ালের লেখা মুছে ফেললে আবার লেখা হবে। এতে আমরা বুঝতে পারি জেনেই লিখেছে এগুলো।
তখন আমরা তাকে খুঁজে বনমরিচা এলাকা থেকে আটক করলে জনি লেখার কথা স্বীকার করে এবং তার সঙ্গে লালন, সাগর নামে আরো দুজন জড়িত থাকার কথা স্বীকার করে। পরে জনিকে কিছু লেখা মুছে ফেলে পুলিশে সোপর্দ করি।
স্থানীয়রা আরো জানান, গত ৫ আগস্ট শেখ হাসিনার পতন হলেও তার দোসররা এখনও বিভিন্ন ভাবে সাধারণ মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলতে দেওয়ালে লেখা, গাড়িতে পোস্টার লাগাচ্ছে।
উল্লেখ্য, গত ৭দিন আগে শেরুয়া বটতলা এলাকায় শেরপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদির গাড়িতে একটি পোস্টার দুর্বৃত্তরা লাগিয়েছে। সেখানে লেখা ছিল “আইয়ুব, বদি, সাইফুল মৃত্যুর জন্য প্রস্তুত হও” এই নাম গুলো ছিল বিএনপির নেতার নাম।
এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, আটককৃত জনির বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর