শেরপুরে বিক্রির উদ্দেশ্যে নেওয়া বিনামূল্য বিতরণের জন্য সরকারি ৯ হাজার বইসহ এক ব্যক্তিকে আটক করেছে সদর থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. জুবায়দুল আলম। এই ঘটনায় জড়িত সন্দেহে মাইদুল ইসলাম (৩২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্র জানায়, বুধবার (২২ জানুয়ারি) রাতে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা এ নএস আই (জাতীয় নিরাপত্তা গোয়েন্দা)'র তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে শেরপুর সদর উপজেলার চরমোচারিয়ার ধাতিয়া পাড়া থেকে ওই ৯ হাজার বইসহ ট্রাকটি আটক করে থানায় নিয়ে আসে।
পরে এ ঘটনায় মাইদুল ইসলাম (৩২) নামে এক জনকে আটক করে পুলিশ। ট্রাকটিতে ২০২৫ সালের অষ্টম, নবম ও দশম শ্রেণীর বাংলা, ইংরেজি ও গণিত বিভাগের মোট ৯ হাজার বই ছিল। বইগুলো কুড়িগ্রাম জেলার রৌমারি উপজেলার 'রৌমারী সিজি জামান উচ্চ বিদ্যালয়' থেকে বিক্রির উদ্দেশ্যে ঢাকা নিয়ে যাওয়া হচ্ছিল।
শেরপুর জেলা শিক্ষা অফিসার মো. রেজুয়ান জানান, এই বইগুলো শেরপুর জেলার বরাদ্দকৃত বই নয়। অন্য কোন জেলার বই হতে পারে।
এ ব্যাপারে শেরপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে আমরা যেটুকু জানতে পেরেছি, বিনামূল্যে বিতরণের জন্য সরকারি বইগুলো দুষ্কৃতকারী কর্তৃক পাচার করা হচ্ছিল।
এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। বাকিদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। এছাড়া এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর