সম্প্রতি পিএসজির সাবেক তারকা নেইমার জুনিয়র এক সাক্ষাৎকারে লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পের সম্পর্ক নিয়ে আলোচনা করেছিলেন। তিনি দাবি করেন, এমবাপ্পে মেসিকে হিংসা করেছিলেন, যা তাদের সম্পর্কের অবনতি ঘটিয়েছে। নেইমার বলেছিলেন, আমার আর এমবাপ্পের সম্পর্ক ভালো ছিল, কিন্তু মেসির আসার পর পরিস্থিতি বদলে যায়।
নেইমারের মতে, দলের মধ্যে অহঙ্কার থাকলে পারফরম্যান্সে নেতিবাচক প্রভাব পড়ে। যদিও তিনি সরাসরি এমবাপ্পের নাম নেননি, তবুও তার বক্তব্যটি কৌতূহলের জন্ম দিয়েছে।
এমবাপ্পে এবার নেইমারের মন্তব্যের প্রতিক্রিয়া জানাতে গিয়ে টিএনটি স্পোর্টস ব্রাজিলকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, সত্যি বলতে, আমার জবাব দেয়ার কিছু নেই। সবাই জানত কে, কীভাবে খেলছে। পুরোনো কথা এখন বলতে চাই না। আমি শুধু রিয়াল মাদ্রিদ নিয়েই ভাবছি।
তিনি আরও বলেন, নেইমারের বিষয়ে আমি অনেক কিছু জানি। কিন্তু আমি কাদা ছোড়াছুঁড়ি পছন্দ করি না। আমি ওর সঙ্গে কাটানো ভালো সময় মনে রাখতে চাই।
এমবাপ্পের এই বক্তব্য থেকে স্পষ্ট হয় যে, তিনি কেউকে আঘাত দিতে চান না এবং বর্তমানে নতুন চ্যালেঞ্জের দিকে মনোযোগ দিতে চেয়েছেন। এখন দেখার বিষয়, ফুটবল জগতে এই বিতর্কের পরিণতি ও খেলোয়াড়দের সম্পর্কের ওপর কী প্রভাব পরে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর