সুনামগঞ্জে সড়কের পাশে থাকা ট্রাকের পিছনে সিএনজির ধাক্কার লোকনাথ বণিক (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি শহরের মধ্যবাজারের বাসিন্দা প্রদীপ বণিকের ছেলে।
একই ঘটনায় তার আপন তিন বোন আহত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার ওয়েজখালী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা গেছে, সন্ধ্যায় সিএনজিতে করে তিন বোনকে নিয়ে যাচ্ছিলেন লোকনাথ বণিক। ওয়েজখালী এলাকায় গিয়ে একটি থামানো ট্রাকের পিছনে সিএনজি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই লোকনাথ বণিকের মৃত্যু হয় এবং তিন বোন আহত হন।
সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. আবুল কালাম জানিয়েছেন, সড়কের পাশে থাকা ট্রাকের পিছনে সিএনজির ধাক্কার এক যুবকের মৃত্যু হয়েছে। সাথে থাকা ঐ যুবকের তিন বোন এ ঘটনায় আহত হয়েছে। নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর